এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,২৮ ডিসেম্বর : শেষ পর্যন্ত জয় হল নরেন্দ্র মোদী সরকারের কুটনীতির । ভারতের কাছে মাথা নত করে গুপ্তচরবৃত্তির অভিযোগে ৮ ভারতীয় প্রাক্তন নৌসেনা কর্মীর ফাঁসির সাজা রদ করল কাতারের আদালত । ভারতের বিদেশ মন্ত্রণালয় জানিয়েছে যে আমাদের আবেদন সফল হয়েছে। দোহার আদালত আট ভারতীয়ের সাজা কমিয়েছে, তাদের মৃত্যুদণ্ড হবে না।কাতার আদালতের মৃত্যুদন্ড কমানোর রায়ের পর ভারতে বসবাসকারী ওই ৮ প্রাক্তন নৌসেনা কর্মীর পরিবার আনন্দিত। কিন্তু এখন আসল প্রশ্ন হল তাদের ভবিষ্যৎ কি হবে ? তাদের মুক্তি দেওয়া হবে নাকি আজীবন কারাগারে থাকতে হবে তা এখনো স্পষ্ট নয় ।
ওই ৮ ভারতীয় কাতারের একটি বেসরকারি সংস্থায় চাকরি করতেন। সংস্থাটি কাতারের নৌসেনাকে প্রশিক্ষণের কাজ করত । সাবমেরিন সংক্রান্ত গোপন তথ্যপাচারের অভিযোগে সংস্থাটির মালিকসহ ৮ ভারতীয়কে ২০২২ সালের অগাস্টে গ্রেফতার করেছিল কাতারের পুলিশ । সংস্থার মালিককে কাতারে ফুটবল বিশ্বকাপের আগে ছেড়ে দেওয়া হলেও ভারতীয় বন্দিদের ফাঁসির সাজা শোনানো হয় । এনিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছিল নয়াদিল্লি । কাতার আদালতের এই নির্দেশের পর ভারত সরকারের তরফে এই রায়কে চ্যালেঞ্জ করা হয় । অবশেষে তাঁদের ফাঁসি রদ করে কারাবাসের নির্দেশ দেওয়া হয়েছে। ভারতের বিদেশ মন্ত্রণালয় জানিয়েছে, বিস্তারিত রায় এখনও পাওয়া যায়নি। তবে কাতারের আইনজীবীদের যোগাযোগ রেখে চলা হচ্ছে ।।