এইদিন স্পোর্টস নিউজ,৩০ আগস্ট : বিডব্লিউএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে গেলেন ভারতীয় শাটলার পিভি সিন্ধু । মহিলা একক কোয়ার্টার ফাইনালে ইন্দোনেশিয়ার শাটলার কুসুমা বর্ধানির কাছে হেরে গেলেন তিনি । কঠিন লড়াইয়ে বিশ্বের নবম স্থানে থাকা বর্ধানি শেষ পর্যন্ত সিন্ধুকে পরাজিত করেন। সিন্ধু বর্ধানির কাছে প্রথম সেটে ২১-১৪ ব্যবধানে হেরে যান। দ্বিতীয় সেটে সিন্ধু দুর্দান্ত পারফর্মেন্স দেখিয়ে ২১-১৩ ব্যবধানে ম্যাচ জিতে নেন। তবে, ১৬-২১ ব্যবধানে নির্ণায়ক সেটে হেরে যান তিনি ।
এর আগে, দুইবারের অলিম্পিক পদকজয়ী পিভি সিন্ধু বৃহস্পতিবার এখানে বিশ্বের দুই নম্বর স্থানাধিকারী চীনের ওয়াং ঝিয়িকে ২১-১৯, ২১-১৫ গেমে পরাজিত করে বিডব্লিউএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে প্রবেশ করেন সিন্ধু । ২০১৯ সালে বাসেলে বিশ্ব শিরোপা জয়ী ১৫তম বাছাই সিন্ধু ৪৮ মিনিট সময় নিয়ে প্রি-কোয়ার্টার ফাইনাল জয় নিশ্চিত করেছিলেন ।।