এইদিন ওয়েবডেস্ক,মস্কো,২২ মার্চ : ইউক্রেনে ইউরেনিয়ামযুক্ত কিছু গোলাবারুদ সরবরাহের খবর নিশ্চিত হওয়ার পরে ব্রিটেনকে হুঁশিয়ারি দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন । পুতিন সতর্ক করে জানিয়েছেন,ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রক এই প্রতিশ্রুতি পূরণ করলে মস্কো তার প্রতিক্রিয়া জানাবে । মস্কোতে চীনের রাষ্ট্রপতি জিনপিংয়ের সাথে বৈঠকের পর ব্রিটেনকে এই সতর্কবার্তা দিয়েছেন পুতিন । রুশ প্রেসিডেন্ট বলেছেন,’এটি ঘটলে, পশ্চিমারা ইতিমধ্যে সম্মিলিতভাবে পারমাণবিক অস্ত্র ব্যবহার শুরু করেছে বিবেচনা করে রাশিয়াকে অবশ্যই প্রতিক্রিয়া জানাতে হবে ।’
পাশাপাশি রুশ প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু ব্রিটেনের সাম্প্রতিক এই সিদ্ধান্তকে রাশিয়া এবং পশ্চিমের মধ্যে সম্ভাব্য পারমাণবিক সংঘর্ষ শুরু করার জন্য পদক্ষেপ হিসাবে বর্ণনা করেছেন । অন্যদিকে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, আর্মার-পিয়ার্সিং রাউন্ডগুলি কয়েক দশক ধরে স্ট্যান্ডার্ড সরঞ্জাম এবং এগুলির সঙ্গে পারমাণবিক সক্ষম অস্ত্রের সাথে কোন সম্পর্ক নেই । তারা এই বর্ম-বিদ্ধ শেলগুলিকে (Armor-piercing shells) পারমাণবিক অস্ত্র হিসাবে ব্যাখ্যা করার জন্য মস্কোর বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য প্রদানের অভিযোগ করেছে ।।