এইদিন ওয়েবডেস্ক,মস্কো,১২ নভেম্বর : রাশিয়ায় ক্রমহ্রাসমান জন্মহারের পরিপ্রেক্ষিতে ‘যৌন মন্ত্রক’ তৈরির কথা চলছে । ভ্লাদিমির পুতিনের সরকারে পারিবারিক সুরক্ষা সম্পর্কিত রাশিয়ান সংসদীয় কমিটির প্রধান নিনা ওস্তুনিনা(৬৮), এই ধরনের দাবি করার একটি পিটিশন বিবেচনা করছেন৷ এর আগে রুশ প্রেসিডেন্ট পুতিনও জন্মহার কমে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।
দেশে জন্মহার বাড়ানোর উদ্যোগের মধ্যে রয়েছে রাত ১০ টা থেকে ভোর ২ টা পর্যন্ত বিদ্যুৎ এবং ইন্টারনেট বন্ধ রাখা, মা হতে চলেছেন এমন মহিলাদের আর্থিক সুবিধা দেওয়া, তাদের প্রথম ডেটে যাওয়া দম্পতিদের সহায়তা দেওয়া এবং বিয়ের রাতে হোটেল বুকিং ইত্যাদিও আইডিয়া অন্তর্ভুক্ত রয়েছে ।।