এইদিন ওয়েবডেস্ক,মস্কো,৩০ জুন : ‘রাশিয়ার মহান বন্ধু’ নরেন্দ্র মোদীর ‘মেক ইন ইন্ডিয়া’র অনুকরণে ‘আত্মনির্ভর রাশিয়া’র ডাক দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন । ইউক্রেন যুদ্ধের আবহের মাঝেই বৃহস্পতিবার মস্কোয় রুশ শিল্পপতিদের সাথে মুখোমুখি হয়েছিলেন তিনি । রুশ পণ্য উৎপাদন বাড়ানোর জন্য তিনি দেশীয় শিল্পপতিদের উৎসাহিত করেন । আর তখনই নরেন্দ্র মোদীর সৃষ্ট ‘মেক ইন ইন্ডিয়া’র প্রসঙ্গ তুলে ধরেন তিনি । পুতিন ভারতের প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করে বলেন,’ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়ার মহান বন্ধু । ‘মেক ইন ইন্ডিয়া’ নামে একটা দারুন উদ্যোগ নিয়েছেন তিনি । ভারতীয় অর্থনীতিতে এর প্রভাব কি পড়েছে তা বিশ্ববাসী দেখছে । বিদেশ থেকে আর কোনও পণ্য আমদানি না করতে হয়,তারজন্য রাশিয়ার অর্থনীতিকে এমন এক জায়গায় নিয়ে যেতে হবে । দেশের মধ্যেই আধুনিক পণ্য উৎপাদন করতে হবে । ‘আত্মনির্ভর রাশিয়া’র লক্ষ্যে আমাদের নিজেদের পরিষেবা এবং প্রযুক্তিকে আরও উন্নত করতে হবে ।’
প্রসঙ্গত,ইউক্রেনের যুদ্ধের পর থেকে রাশিয়ার উপর আমেরিকা সহ পশ্চিমি দেশ যখন একের পর এক নিষেধাজ্ঞা জারি করে তখন নিরপেক্ষ অবস্থান নেয় ভারত । আমেরিকার নিষেধ অগ্রাহ্য করেই রাশিয়ার কাছে জীবাশ্ব জ্বালানি কেনা অব্যাহত রাখে নরেন্দ্র মোদী সরকার । তারপর থেকে রাশিয়ার কাছ থেকে ভারতকে দূরে সরানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছে আমেরিকা । সেই লক্ষ্যে সম্প্রতি মার্কিন সফরে নরেন্দ্র মোদীকে রাজকীয় অভ্যর্থনা জানায় জো বাইডেন সরকার । তারই ফলশ্রুতি হিসাবে ‘পুরনো বন্ধু’ ভারতকে সন্তুষ্ট করতে রুশ প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়োসী প্রশংসা করেছেন বলে মনে করছে অভিজ্ঞ মহল । এখন ভারতের অবস্থান কি হয়, সেদিকেই তাকিয়ে গোটা বিশ্ব । তবে স্বাধীনতার পর থেকে এযাবৎ রাশিয়া যেভাবে ভারতের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তাতে কোনো অবস্থাতেই রুশ-ভারত সম্পর্কের উপর প্রভাব পড়ুক এটা নরেন্দ্র মোদী সরকার চাইবে না বলেই মনে করা হচ্ছে ।।