এইদিন ওয়েবডেস্ক,আস্তানা(কাজাখস্তান),১৩ অক্টোবর : আফগানিস্তানকে এশিয়ার সবচেয়ে গুরুতর উদ্বেগ এবং নিরাপত্তা জন্য হুমকি স্বরূপ বললেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন । বৃহস্পতিবার কাজাখস্তানের রাজধানী আস্তানায় কনফারেন্স অন ইন্টারাকশন এন্ড কনফিডেন্স বিল্ডিং মেজারস ইন এশিয়া (CICA)- এর সভায় তিনি এই কথাই বলেন । পুতিন আফগানিস্তানে রাশিয়ার দূতাবাসে সাম্প্রতিক হামলার কথা উল্লেখ করে বলেন,’আফগানিস্তানে এখনও সন্ত্রাসী হামলা চলছে ।’ পুতিন আফগানিস্তানের বর্তমান সংকটময় পরিস্থিতিকে দুই দশকের মার্কিন ও ন্যাটো বাহিনীর উপস্থিতির ফসল বলে অভিহিত করে বলেছেন যে তারা এই দেশে সন্ত্রাসবাদী হুমকির সমাধান করতে পারেনি । পুতিন বলেছেন,’আফগানিস্তানের পরিস্থিতি স্বাভাবিক করার জন্য, একসাথে অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি করা প্রয়োজন ।’
বৈঠকে উজবেকিস্তানের রাষ্ট্রপতি শওকত মিরজিওয়েভ সিকা সদস্যদের একটি উচ্চ-পর্যায়ের আন্তর্জাতিক গ্রুপ গঠন এবং জাতিসংঘে আফগানিস্তানের সমস্যার সমাধান নিয়ে আলোচনা করার প্রস্তাব দেন । তিনি আরও বলেন,’আমরা অতীতের দুঃখজনক অভিজ্ঞতার পুনরাবৃত্তি করতে পারি না, যখন এই দেশটি একটি আন্তর্জাতিক সন্ত্রাসবাদীর কেন্দ্রে পরিণত হয়েছিল ।’
বৈঠকে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি আফগানিস্তানের বর্তমান অস্থিতিশীলতা ও নিরাপত্তাহীনতার সংকট থেকে বেরিয়ে আসতে আলোচনার মাধ্যমে একটি জোট সরকার গঠনের আহ্বান জানান ।
যদিও রাইসি আফগানিস্তানে স্থিতিশীলতা আনাতে উদ্যোগী হওয়ার কথা বললেও তাঁর নিজের দেশে পুলিশের হেফাজতে ২২ বছরের তরুনী মাসহা আমিনি খুন হওয়ার পর অস্থির হয়ে উঠেছে গোটা ইরান । বিক্ষোভ দমন করতে রীতিমতো দমনপীড়ন চালাচ্ছে ইরানি পুলিশ ।
এদিন কাজাখস্তানের রাজধানী আস্তানায় ২৭ টি সদস্য দেশের নেতাদের অংশগ্রহণে সিকার বৈঠক অনুষ্ঠিত হয় । তবে সদস্য হওয়া সত্ত্বেও বৈঠকে প্রতিনিধিত্ব করেনি আফগানিস্তান । সাংহাই সহ অন্যান্য আঞ্চলিক বৈঠকে তালেবানদের এসব বৈঠকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণই জানানো হয়নি । আফগানিস্তানে তালেবান শাসনের এক বছরের অধিক সময় অতিবাহিত হলেও এযাবৎ কোনো দেশই এই দলটিকে স্বীকৃতি দেয়নি ।।