এইদিন ওয়েবডেস্ক,মস্কো,২৪ জুন : রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর রোস্তভ-অন-ডনের রাস্তায় ট্যাংক, সাঁজোয়া যুদ্ধযান ও অন্যান্য সামরিক সরঞ্জাম নিয়ে অবরোধ করতে দেখা গেছে ভাড়াটে বাহিনী ‘ওয়াগনার গ্রুপ’কে । ফলে ফের একবার ওয়াগনার প্রধান ইভগেনি প্রিগোজিনের বিরুদ্ধে ‘সশস্ত্র অভ্যুত্থানের চেষ্টা’র অভিযোগ উঠল । রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় সামরিক জেলার সদর দপ্তরের কাছে তোলা একটি ভিডিওতে একটি চৌরাস্তায় দুটি ট্যাঙ্কের সাথে বেশ কয়েকজন সৈন্যকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে বলে জানিয়েছে রুশ সংবাদমাধ্যম আরটি । অন্য একটি ভিডিওতে রাস্তায় একটি রুশ ট্যাঙ্ক,বেশ কয়েকটি সাঁজোয়া যুদ্ধযান, জ্বালানি ও সামরিক সরঞ্জাম বোঝাই পিকআপ দেখা গেছে । রোস্তভ-অন-ডন শহরের এমন বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ।
যদিও টহলরত সৈন্যরা সাংবাদিকদের সাথে কোনো কথা বলতে চায়নি । তাই তারা রুশ সেনা নাকি ভাড়াটে বাহিনী ‘ওয়াগনার গ্রুপ’-এর সদস্য তা স্পষ্ট নয় । একটি প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল বলছে,ওয়াগনার গ্রুপের প্রধান ইভগেনি প্রিগোজিনের বলেছেন, তাদের ২৫ হাজার সৈন্য রাশিয়ার ‘দুষ্ট সামরিক প্রধানদের’ সেনাবাহিনী থেকে বের করে দিতে মস্কোতে পদযাত্রা করবে ।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তাদের পথে কেউ বাধা দিলে তার বাহিনী তাদের ধ্বংস করবেন। তারা মস্কোর দিকে অগ্রসর হচ্ছেন । আজ শুক্রবার ওয়াগনার প্রধান প্রিগোজিন ঘোষণা করেছেন যে, তার ২৫ হাজার সদস্যের শক্তিশালী বাহিনী রোস্তোভ-অন-ডন শহরের দিকে অগ্রসর হচ্ছে। তারা বিনা বাধায় সেখানে যেতে পেরেছে । এদিকে ইভগেনি প্রিগোজিনের বিরুদ্ধে গৃহযুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগ তুলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ।
প্রসঙ্গত, সম্প্রতি ওয়াগনার প্রধান প্রিগোজিন তার সেনাদের উপর রুশ সৈন্যদের মিসাইল হামলার অভিযোগ তোলেন। তারপরেই তিনি ক্ষুব্ধ হয়ে মস্কোতে সামরিক পদযাত্রার ঘোষণা করেন । এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই মিসাইল হামলার কথা অস্বীকার করেছে। সেইসঙ্গে ওয়াগনার প্রধানকে সবরকম ‘অবৈধ কার্যক্রম’ বন্ধের আহ্বান জানিয়েছে ।
এদিন সংবাদ মাধ্যম ভিসেগ্রাড ২৪ (Visegrad 24) জানিয়েছে ‘ওয়াগনার গ্রুপ’ একটা রুশ হেলিকপ্টারকে বিধ্বস্ত করেছে । যদিও এখনো পর্যন্ত রুশি সেনা এই বিষয়ে কোনো অফিসিয়াল মতামত দেয়নি । বিষয়টি সত্য হলে ইউক্রেন যুদ্ধের মাঝে রাশিয়ার আভ্যন্তরীণ পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন অভিজ্ঞমহল ।।