এইদিন ওয়েবডেস্ক, ভাতার(পূর্ব বর্ধমান),০৬ নভেম্বর : “গাছের কপালে দিলাম ফোঁটা,যমের দুয়ারে পড়ল কাঁটা । গাছকে আর যাবে না কাটা।”পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার ভাতার গ্রামে শনিবার গাছের চারাকে ফোঁটা দিয়ে এই প্রার্থনা করলেন গ্রামের মহিলারা। ভাতার গ্রামের রাসতলায় বৃক্ষ বাঁচানোর ডাক দিয়ে এমনই অভিনবভাবে ভাতৃদ্বিতীয়া পালন করা হল। উদ্যোগে ভাতারের পানোয়া গ্রামের যুবক অধুনা বর্ধমানের বাসিন্দা আবু আজাদ। যাকে এক ডাকে সকলে চেনেন পরিবেশপ্রেমী ব্যক্তিত্ব হিসাবে।
ভাতৃদ্বিতীয়া একটি পবিত্র দিন। বোনেরা এই দিনে ভাইদের কপালে ফোঁটা দিয়ে প্রার্থনা করেন, ” ভাইয়ের কপালে দিলাম ফোঁটা। যমের দুয়ারে পড়ল কাঁটা।”
আবু আজাদের কথায়,” ভাইবোনের মধ্যে স্নেহ, ভালোবাসার সঙ্গে জড়িয়ে রয়েছে পরস্পরের প্রতি দায়িত্ববোধ। জগতে এমন মধূর সম্পর্কের তুলনা হয় না। তেমনই প্রকৃতির বুকে একটি গাছ নিঃশব্দে সমগ্র জীবকূলের জন্য যে ভুমিকা পালন করে যায় তাকে রক্ষা করাও আমাদের মহান কর্তব্য।”
শনিবার সকালে ভাতার গ্রামে প্রায় ৫০ জন মহিলাকে নিয়ে আবু আজাদ অভিনব ভাইফোঁটা অনুষ্ঠানের আয়োজন করেন। যেখানে মহিলারা গাছের চারাকে ফোঁটা দিলেন। তারপর বোনেদের মিষ্টিমুখ করিয়ে আবু আজাদ তাদের হাতে বৃক্ষচারাগুলি তুলে দিয়ে বললেন,” বোন এগুলিকে নিজের ভাইয়ের মতোই লালন পালন করে বড়ো কোরো। এরাই আমাদের সকলকে রক্ষা করবে।”
আবু আজাদ বহু বছর ধরেই পরিবেশরক্ষায় কাজ করে যাচ্ছেন। পূর্ব বর্ধমান জেলা ছাড়াও বিভিন্ন জেলায় সবুজায়নের উদ্দেশ্যে কাজ করেন। বিনামূল্যে বৃক্ষচারা বিতরণ করেন।পরিবেশ বাঁচাতে নিজের বাড়িতেই তৈরি করেছেন নার্শারি। নিজের হাতে চারা তৈরি করে বিতরণ করাই তার নেশা। নিজের হাতে তৈরি বিভিন্ন গাছের চারা তিনি গ্রামবাসীদের হাতে তুলে দেন। তার এই উদ্যোগের প্রশংসা করেছেন স্থানীয়রা ।।