এইদিন বিনোদন ডেস্ক,২১ নভেম্বর : সাধারণ মানুষের লাগামের বাইরে আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা-২ দ্য রুল’ ছবির দাম করে দিয়েছেন নির্মাতারা । এক লাফে টিকিটের দাম ২৩৩ শতাংশ বাড়িয়ে দেওয়া হয়েছে । ইতিমধ্যেই ছবিটির প্রচার শুরু হয়েছে। গত ১৭ নভেম্বর, নির্মাতারা পাটনায় একটি বড় ট্রেলার লঞ্চ ইভেন্টের আয়োজন করেছিলেন। এরপর বিদেশেও অগ্রিম বুকিং শুরু হয়ে গেছে। আমেরিকায় প্রথম দিনেই অগ্রিম বুকিং থেকে এক মিলিয়ন ডলার আয় করেছে ছবিটি। ভারতীয় মূদ্রায় এটি প্রায় ৮.৪ কোটি টাকা। নির্মাতারা ভারতেও একই প্রভাব তৈরি করতে চান। এ কারণেই ছবিটির টিকিটের দাম বাড়ানো হয়েছে। এটি করা হয়েছে যাতে প্রথম দিনেই চলচ্চিত্রটি শক্তিশালী নম্বর নিবন্ধন করে।
অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় ‘পুষ্পা ২ দ্য রুল’-এর টিকিটের দাম রাখা হয়েছে ৫০০ টাকা। আগে এখানে টিকিটের দাম ছিল ১৫০ টাকা। অর্থাৎ প্রায় ২৩৩ শতাংশ বাড়িয়ে দিয়েছে নির্মাতারা । শুধু মাল্টিপ্লেক্সেই যে ‘পুষ্পা ২’-এর টিকিটের দাম বেড়েছে তা নয়, সিঙ্গেল স্ক্রিন থিয়েটারেও টিকিটের দাম বেড়েছে। তেলেঙ্গানার সিঙ্গেল স্ক্রিন থিয়েটারগুলি ‘পুষ্পা ২’-এর টিকিটের দাম ৩০০ টাকা রাখতে চলেছে। অন্ধ্রপ্রদেশেও প্রায় একই দামে টিকিট কিনতে হবে । আসলে নির্মাতাদের লক্ষ্য বেশি টিকিট বিক্রি করে সংগ্রহের পরিসংখ্যান বাড়ানো । বলা হচ্ছে, এসএস রাজামৌলির ইচ্ছাতেই অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় টিকিটের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরআরআর-এর সময়, তিনি মাল্টিপ্লেক্সে টিকিটের দাম বাড়িয়ে ৪১০ টাকা করেছিলেন। ‘পুষ্পা ২’ ছবিতেও একই ধারা অনুসরণ করেছেন তিনি । যদিও তখন আরআরআর-এর টিকিটের দাম ৯০ শতাংশ বাড়ানো হয়েছিল । কিন্তু পুষ্পা ২ দ্য রুল’-এর টিকিটের দাম দর্শকদের বিপাকে ফেলবে বলে মনে করা হচ্ছে । প্রসঙ্গত,অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা হল আল্লু অর্জুনের দুর্গ। এখান থেকে সবচেয়ে বেশি আয় করে তার ছবি। এমন পরিস্থিতিতে মূল দর্শকদের কাছে এত দামে টিকিট বিক্রি করে লাভবান হবে কি না, তার উত্তর জানা যাবে ৫ ডিসেম্বর।
‘পুষ্পা ২ দ্য রুল’ রচনা ও পরিচালনা করেছেন সুকুমার। ছবিতে আল্লু অর্জুনের সঙ্গে দেখা যাবে রশ্মিকা মান্দান্না এবং ফাহাদ ফাসিলকে। ছবিটির ট্রেলার মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে । কেউ কেউ লিখেছেন যে শুধুমাত্র আল্লু অর্জুনের নাম ভাঙিয়ে টাকা রোজকার করতে চাইছে নির্মাতারা । অন্য পক্ষ বলছে যে আসল চমক নির্মাতারা এখনো প্রকাশ্যে আনেননি । সেটা প্রেক্ষাগৃহে গিয়েই দেখতে পাওয়া যাবে ।।