শ্যামসুন্দর ঘোষ,পূর্বস্থলী(পূর্ব বর্ধমান),১৫ মার্চ : শতাব্দী প্রাচীন শীতলা মায়ের বাৎসরিক পুজোকে কেন্দ্র করে মেতে উঠল পূর্বস্থলী । প্রতি বছর ফাল্গুন মাসের সংক্রান্তি তিথিতে পূজো হয় দেবীর । মেলা বসে । কয়েক হাজার শ্রদ্ধালুর সমাগম হয় দেবীর পূজোয় । কাটোয়া- ব্যান্ডেল শাখার পূর্বস্থলী রেলস্টেশনের ৪ নম্বর প্লাটফর্ম থেকে ৫০ মিটার দুরত্বে রয়েছে শীতলা মায়ের মন্দির । দেবীর শিলামূর্তি রয়েছে । সারা বছর দেবীর নিত্যসেবা হয় । তবে ফাল্গুন মাসের সংক্রান্তি তিথিতে দেবীর বাৎসরিক পূজোতে প্রচুর ধুমধাম হয় । শাক্ত মতে পূজো হয় দেবীর । ছাগ বলির রীতি রয়েছে ।
বুধবার ছিল শীতলা মায়ের বাৎসরিক পুজো । এদিন ভোরের আলো ফুটতেই রেল ও সড়ক পথ ধরে দূর দুরান্তের পূর্ণার্থীরা এসেছেন মন্দিরে পুজো দিতে ।খোল বাজিয়ে কীর্তন করতে করতে বাঁশের ডালিতে নৈবিদ্য নিয়ে আসতে দেখা গেছে পূণ্যার্থীদের ।
এদিকে পূণ্যার্থীদের নিরাপত্তার জন্য পুলিশ ও সিভিক ভলান্টিয়ার মোতায়েন করা হয়েছে মন্দির চত্বরে । তবে মেলার জনৈক এক ব্যবসায়ী জানিয়েছেন,রেললাইন পেরিয়ে মন্দিরের যাবার প্রধান রাস্তটি রেলের তরফে ঘিরে দেওয়ার ফলে অধিকাংশ পূন্যার্থীদের অসুবিধার মুখে পড়তে হচ্ছে । অনেকটা রাস্তা পেরিয়ে তাদের মন্দিরে আসতে হচ্ছে । যার প্রভাব পড়েছে তাদের ব্যাবসার উপর । গত বছরের থেকে এবারে বিক্রি অনেক কম বলে জানিয়েছেন তিনি ।
দেখুন ভিডিও 👇
তবে মন্দিরে আসার মূল রাস্তা বন্ধ হয়ে গেলেও এদিন কাতারে কাতারে শ্রদ্ধালুকে ঘুর পথে আসতে দেখা গেছে । মন্দিরের সেবাইত বিধান মুখার্জি বলেন,’পূর্বস্থলীর শীতলা মায়ের পূজো প্রায় ২০০ বছরের প্রাচীন । প্রচুর শ্রদ্ধালুর সমাগম হয় দেবীর বাৎসরিক পূজোয় ।’ এবারে প্রায় ২০ হাজার শ্রদ্ধালু শীতলা মায়ের মন্দিরে পূজো দিতে এসেছিলেন বলে জানিয়েছেন তিনি ।।