প্রদীপ চট্টোপাধ্যায়,পূর্বস্থলী(পূর্ব বর্ধমান),৩১ অক্টোবর : গুজরাটের মরবির ঝুলন্ত সেতু ভাঙার ঘটনায় এযাবৎ ১৪১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে । আর সেই তালিকায় নাম রয়েছে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীর কেশববাটি গ্রামের এক বছর ষোলোর কিশোরের । নিহত কিশোরের নাম হাবিবুল শেখ । রবিবার গভীর রাতের দিকে ফোন মারফত বাড়িতে খবর এলে শোকে ভেঙে পরেন পরিবারের লোকজন । স্থানীয় ও পরিবার সুত্রে জানা গেছে, কেশববাটি গ্রামের বাসিন্দা পেশায় জনমজুর মহিবুল শেখের ছেলে হাবিবুল । একাদশ শ্রেণীতে ওঠার পর পারিবারিক অভাবের কারনে তার পড়াশোনা ছাড়িয়ে দেওয়া হয় । গুজরাটে সোনারূপো গহনা তৈরির কাজ করেন হাবিবুলের এক কাকা । মাস দশেক আগে কাকার কাছে গিয়ে কাজে লাগে হাবিবুল ।
মহিবুল শেখ বলেন,’শুনেছি,আমার ছেলে যেখানে থাকতো সেখান থেকে ওই সেতুটি ১৫-২০ মিনিটের রাস্তা । বিকেলে সেখানে সে ঘুরতে গিয়েছিল । আর তখনই ঘটে যায় ভয়ঙ্কর দূর্ঘটনাটি ।’ জানা গেছে, রবিবার রাতেই মরবিতে মাচু নদী থেকে হাবিবুলের মৃতদেহ উদ্ধার করে বিপর্যয় মোকাবিলা বাহিনী । রাতে হাবিবুলের কাকা ফোন করে ঘটনার কথা বাড়িতে জানান । ঘটনার কথা জানাজানি হতেই সোমবার সকাল হতেই নিহত কিশোরের বাড়িতে ছুটে আসে গ্রামবাসীরা ।।