এইদিন বিনোদন ডেস্ক,০৭ সেপ্টেম্বর : প্যালেস্টাইন ইস্যুতে নিজের দেশের ভূমিকায় “হতাশা” প্রকাশ করলেন ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে সেরা পরিচালকের খেতাব জয়ী পশ্চিমবঙ্গের পুরুলিয়ার বাসিন্দা অনুপর্ণা রায় । ৮২ তম ভেনিস ফিল্ম ফেস্টিভালে ‘সংগস অফ ফরগটেন ট্রিজ’ ছবির জন্য ‘অরিজন্টি’ বিভাগে (Orizzonti) সেরা পরিচালকের শিরোপা পেয়েছেন তিনি ৷ কিন্তু ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা প্রকাশ করতে গিয়ে কাঁদতে কাঁদতে আন্তর্জাতিক মঞ্চে দাঁড়িয়ে নিজের দেশেরই “কুৎসা” করলেন তিনি । অনুপর্ণা রায় বলেছেন,’প্রতিটা শিশু শান্তি, স্বাধীনতা, মুক্তি চায় । প্যালেস্টাইনের জন্যও একই কথা প্রযোজ্য । এই পরিস্থিতিতে প্যালেস্টাইনের পাশে দাঁড়ানো উচিত । এই বিষয়ে আমি নিজের দেশের ভূমিকায় হতাশ । এর জন্য আমি আমার দেশকে বিরক্ত করতে পারি কিন্তু এটি আমার কাছে আর গুরুত্বপূর্ণ নয় ।’
পশ্চিমবঙ্গের পুরুলিয়ার নারায়ণপুরের বাসিন্দা অনুপর্ণা রায় ৷ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কুলটি কলেজ থেকে ব্রিটিশ ইংরেজি সাহিত্যে ডিগ্রি অর্জন করেছেন। তিনি ভারতের জাতীয় চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন কর্তৃক প্রযোজিত একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র সহ বেশ কয়েকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসেবে তার চলচ্চিত্র জীবন শুরু করেছিলেন। তার পরিচালিত প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র “রান টু দ্য রিভার” অসংখ্য আন্তর্জাতিক উৎসবে সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।
চলচ্চিত্র নির্মাণের বাইরে, বামপন্থী বিচারধারার অনুপর্ণা রায় একজন প্রকাশিত লেখক যিনি মুসলিমদের অধিকার এবং শরণার্থীদের উপর তার কাজের জন্য পরিচিত। উল্লেখ,বলিউডের আরও এক বামপন্থী পরিচালক অনুরাগ কাশ্যপ অনুপর্ণা রায়ের ডেবিউ ফিল্ম ‘সংগস অফ ফরগটেন ট্রিস’ উপস্থাপন করেছেন ৷ অনুরাগ কাশ্যপ হলেন সেই ব্যক্তি, যিনি প্রবল নরেন্দ্র মোদী বিরোধী এবং মাঝে মধ্যেই হিন্দুত্ব নিয়ে কটুক্তি করতে দেখা যায় তাকে ।।