এইদিন ওয়েবডেস্ক,পুরুলিয়া,১৫ অক্টোবর : দুর্গাপ্রতিমা বিসর্জন উপলক্ষে আয়োজিত আতসবাজি প্রদর্শনী দেখতে গিয়ে বাড়ির ছাদ ধসে মর্মান্তিক মৃত্যু হল এক দম্পতির । ঘটনাটি ঘটেছে পুরুলিয়া শহরের রাসমেলা এলাকার । মৃত মহিলার নাম সোনালি ধীবর (৪১) ও তাঁর স্বামী মোহন ধীবর(৫১)। তাঁদের বাড়ি ঝাড়খণ্ডের বোকারো জেলার ঝরিয়াতে। ওই ছাদের ওপর আরো অনেক লোকজন ছিলেন । তারাও গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে । মর্মান্তিক এই ঘটনায় শোক প্রকাশ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তিনি শোক প্রকাশ করে এক্স-এ লিখেছেন,’পুরুলিয়ার জেলেপাড়ায় বিসর্জনের সময় প্রাণ হারানো দম্পতির পরিবারের সদস্যদের প্রতি আমি আন্তরিক সমবেদনা জানাই। ঝাড়খণ্ডের ঝরিয়ার বাসিন্দারা শ্রী মোহন ধীবর এবং শ্রীমতী সোনালী ধীবর পুরুলিয়ায় তাদের আত্মীয়দের সাথে দেখা করতে গিয়েছিলেন। একটি ভবনের একটি অংশ ধসে পড়ে ভিড়ের ওপর। ধীবর ছাড়া ১৬ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। পশ্চিমবঙ্গের বিজেপি বিধায়ক সুদীপ মুখার্জি পরিস্থিতির খবর নিতে অবিলম্বে ঘটনাস্থলে ছুটে আসেন কারণ পুলিশ ও সিভিল প্রশাসন আজ অনুষ্ঠিত ‘আনন্দময়’ কার্নিভালে ব্যস্ত ছিল।’ তিনি লিখেছেন,’যেহেতু পুরুলিয়া জেলার স্বাস্থ্যসেবা পরিকাঠামো অত্যন্ত অপর্যাপ্ত, শ্রী মুখার্জি গুরুতর আহত ব্যক্তিদের উন্নত চিকিৎসার জন্য রাঁচির একটি হাসপাতালে স্থানান্তর করার ব্যবস্থা করেছিলেন।আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’
স্থানীয় সূত্রে খবর,পুরুলিয়ার জেলেপাড়ার ধীবর পাড়ার দুর্গাপুজো কমিটির পক্ষ থেকে আতশবাজি পোড়ানোর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সোমবার রাতে । প্রায় ৭ থেকে ৮ হাজার মানুষের ভিড় জমে আতশবাজি পোড়ানো দেখার জন্য । সেখানে একটি বাড়ির ছাদে উঠেছিলেন ঝাড়খণ্ডের সোনালি ধীবর ও মোহন ধীবরসহ কয়েকজন । সেই সময় বাড়ির ছাদের একাংশ ধ্বসে নিচে উপস্থিত দর্শনার্থীদের ওপরে পড়ে । ওই দম্পতি সহ ছাদের লোকেরাও নিচে এসে পড়েন । আহতদের উদ্ধার করে পুরুলিয়ার দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আনা হয় । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই বাড়ির মালিক মিঠু ধীবরও । বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ।।