এইদিন ওয়েবডেস্ক,পুরুলিয়া,০৭ নভেম্বর : মদ্যপ অবস্থায় বাড়িতে ঢুকে গৃহবধূকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে পুরুলিয়া পুরসভার এক কর্মীর বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে পুরুলিয়া শহরের ৩ নম্বর ওয়ার্ডের মুন্সেডাঙা এলাকায় । নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত পুরকর্মীকে গ্রেফতার করেছে । পুলিশ জানিয়েছে, ধৃতের নাম মদন ব্যানার্জি । মুন্সেডাঙা এলাকাতেই তার বাড়ি । ধৃতকে বুধবার আদালতে তোলা হলে পুলিশ হেফাজতে পাঠানো হয় । পাশাপাশি আদালতে নিগৃহীতা মহিলার জবানবন্দি নেওয়া হয়েছে ।
জানা গেছে,ঘটনাটি ঘটেছে গত ৪ নভেম্বর,মঙ্গলবার । ওইদিন রাতে মদ্যপ অবস্থায় পাশের বাড়িতে ঢুকে পড়ে মদন ব্যানার্জি । তারপর সে পরিবারের এক বধূকে হাত ধরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে । যদিও বধূর চিৎকারে লোকজন জড়ো হয়ে গেলে সে পালিয়ে যায় । রাতেই পরিবারের সদস্যদের সাথে পুরুলিয়া সদর থানায় লিখিত অভিযোেগ দায়ের করেন ওই মহিলা । অভিযোগের ভিত্তিতে রাতেই মদন ব্যানার্জিকে গ্রেফতার করে পুলিশ । বুধবার তাকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হয়। ঘটনার সত্যতা স্বীকার করে পৌরপ্রধান নবেন্দু মাহালি বলেন, ‘অভিযুক্ত পুরসভার গ্রুপ-ডি কর্মী । ববর্তমানে বিষয়টা আদালতের বিচারাধীন । পুরসভার তরফে যা আইনানুগ ব্যবস্থা নেওয়ার তা আমরা নেবো ।’।