প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,০৬ ডিসেম্বর : চার চাকা গাড়ির পিছু ধাওয়া করে ৮৩ কেজি গাঁজাসহ এক মহিলা ও পুরুষ মাদক পাচারকারীকে পাকড়াও করল পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী ও নাদনঘাট থানার পুলিশ । পুলিশ ধৃতদের নাদনঘাট থানার অন্তর্গত দক্ষিণ শ্রীরামপুর বাজার এলাকার বাসিন্দা রাজু দাস ও হুগলী জেলার বলাগড় থানার ডুমুরদহো দাদপুর এলাকায় বাসিন্দা বাবলি মল্লিক নামে চিহ্নিত করেছে । শুক্রবার রাতে কালনার পারুলিয়া বাজার এলাকায় এসটিকেকে(STKK) রোড থেকে তাদের গ্রেপ্তার করা হয় । ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস (NDPS) আইনে মামলা রুজু করা হয়েছে । আজ শনিবার ধৃতদের বর্ধমান আদালতে তুলে ১০দিনের জন্য পুলিশ নিজেদের হেপাজতে চেয়ে আবেদন জানালে বিচারক ৫ দিনের পুলিশ হেপাজত মঞ্জুর করেন ।
গতকাল রাতের অভিযানের বর্ণনা দিয়ে কালনা মহকুমা পুলিশ আধিকারিক (SDPO) রাকেশ চৌধুরী জানান,গোপন সূত্র থেকে একটা চারচাকা গাড়িতে মাদক পাচারের খবর এসেছিল পুলিশের কাছে । খবর পেয়ে পুলিশ অভিযান চালালে ওই নির্দিষ্ট গাড়িটি এসটিকেকে রোড ধরে কাটোয়ার দিক থেকে কালনার দিকে আসতে দেখা যায় । নাদনঘাট থানার পুলিশের একটি দল গাড়িটির পিছু নেয় । স্থানীয় নান্দাই ব্রিজ ও পারুলিয়ার মধ্যবর্তী এলাকায় পুলিশ গাড়ি দাঁড় করিয়ে তল্লাশি চালানো শুরু করে। সেই সময়ে হুগলী গামী গাড়ির চালক হঠাৎতই গাড়ি ঘুরিয়ে নিয়ে উল্টো দিকে পূর্বস্থলীর পারুলিয়া দিকে যেতে শুরুকরে। এই দেখে পূর্বস্থলী থানাকে বিষয়টি জানায় নাদনঘাট থানার পুলিশ। এরপরেই পূর্বস্থলী ও নাদনঘাট থানার পুলিশের যৌথ বাহিনী পিছু ধাওয়া করে পারুলিয়ার কাছে ওই গাড়িটিকে ধরে ফেলে । তারপর গাড়িতে তল্লাশি চালাতেই বেশ কয়েকটি বড় বড় প্যাকেটে গাঁজা পাওয়া যায় ।
এসডিপিও জানান,এনডিপিএস আইনের সমস্ত নিয়ম মেনে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ভিডিওগ্রাফি সহযোগে পুলিশ আটক গাড়িটিতে তল্লাশি চালিয়ে ৯৮টি পৃথক প্যাকেটে (প্লাস্টিকের মোড়কে) ভর্তি মোট ৮৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।এরপরেই পুলিশ ওই গাঁজা বাজেয়াপ্ত করার পাশাপাশি গাঁজা পাচারের অভিযোগে ওই গাড়িতে থাকা অভিযুক্ত বাবলি মল্লিক ও রাজু দাস কে গ্রেপ্তার করা হয় । গাড়িটিও পুলিশ আটক করেছে।এই বিপুল পরিমাণ গাঁজা কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় পাচার করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল তা পুলিশ খতিয়ে দেখছে ।।

