এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,২০ সেপ্টেম্বর : সোশ্যাল মিডিয়া বয়কটের হুমকিতে, টিকিট বুকিং অ্যাপ বুক মাই শো (BookMyShow) খালিস্তানি- সমর্থিত পাঞ্জাবি-কানাডিয়ান গায়ক শুভনীত সিংয়ের ভারত সফর বাতিল করেছে । আগামী ২৩ সেপ্টেম্বর থেকে একটি কনসার্টের জন্য ভারত সফর করার কথা ওই খালিস্থানিপন্থী গায়কের । কিন্তু তার বিরুদ্ধে হিংসাত্মক বিক্ষোভ শুরু হয় এবং বুক মাই শো-এর প্রতিবাদ শুরু হয় ।
এদিকে বুক মাই শো খালিস্থানি শুভনীত সিং-এর অনুষ্ঠানের জন্য টিকিট ও বিতরণ শুরু করে দিয়েছিল । কিন্তু বিক্ষোভের জেরে শো বাতিল করতে বাধ্য হয় ওই সংস্থা । বুক মাই শো টুইট করেছে যে শুভনীত সিংয়ের স্টিল রোলিন ট্যুর বাতিল করা হয়েছে । সেই সমস্ত গ্রাহক টিকিট কিনেছেন সেই অর্থ আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে পুরো অর্থ ফেরত দিয়ে দেওয়া হবে । প্রসঙ্গত,২৩ সেপ্টেম্বর থেকে মুম্বাই, দিল্লি, ব্যাঙ্গালোর এবং হায়দ্রাবাদে ওই খালিস্থানি গায়কের কনসার্ট হওয়ার কথা ছিল ।।