এইদিন ওয়েবডেস্ক,গুসকরা(পূর্ব বর্ধমান),১৫ ফেব্রুয়ারী : ১৪ ফেব্রুয়ারী ছিল ভ্যালেন্টাইন্স ডে বা ভালোবাসার দিন । প্রেমিক প্রেমিকা একে অপরকে লাল গোলাপ দিয়ে ভালোবাসা এবং অনুরাগ প্রকাশ করেন । কিন্তু পূর্ব বর্ধমান জেলার গুসকরা শহরের চা বিক্রেতা পাঞ্জাব শেখ ঘোরতর সংসারী । যৌবনের প্রেমের পর্বের পর অনেকটা ধাপ অতিক্রম করে চলে এসেছেন তিনি । তবুও এই বিশেষ দিনটা তিনিও উদযাপন করলেন । পথ চলতি সহ নাগরিকদের হাতে একটা করে লাল গোলাপ তুলে দিয়ে তাদের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করলেন তিনি ।
নিজের সামান্য আয় সত্বেও ‘ভালোবাসার’ দিনটিকে ভোলেননি পূর্ব বর্ধমান জেলার গুসকরা শহরের চা বিক্রেতা পাঞ্জাব শেখ। দোকান চালানোর ফাঁকে ভ্যালেন্টাইন ডে উপলক্ষে শুক্রবার তিনি ভিক্ষুকদের সঙ্গে সৌহার্দ্য বিনিময় করলেন তাঁদের হাতে লাল গোলাপ তুলে দিয়ে। সঙ্গে টিফিনের প্যাকেট,জলের বোতল। এদিন তাঁর দোকানের সামনে দিয়ে যতজন ভিক্ষুককে হেঁটে যেতে দেখেন পাঞ্জাব, তাদের হাতে টিফিনের প্যাকেট,জল ও লাল গোলাপ তুলে দেন।
সামান্য একটি চায়ের দোকান। ভোর থেকে শুরু করে রাত পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করতে হয়। চায়ের দোকান থেকে যেটুকু আয় হয় তিনজনের সংসার কোনওরকমে চলে যায়। দোকান বন্ধ থাকলে সেদিন রোজগারও বন্ধ। তবুও উপার্জনের টাকা জমিয়ে পথচলতি গরিব মানুষদের জন্য মাঝেমধ্যেই দান করতে দেখা যায় পাঞ্জাব শেখকে।
গুসকরা বাসস্ট্যান্ডের বিপরীত দিকে রাস্তার ধারে তাঁর চায়ের দোকান। বাড়ি গুসকরা পুরসভার ৯ নম্বর ওয়ার্ড এলাকার মুসলিমপাড়ায়। বাড়িতে রয়েছেন স্ত্রী এবং এক কন্যা। মেয়ে স্নাতকোত্তর পাশ করে ডি এড পড়ছেন। বিগত শীতে পাঞ্জাব শেখ নিজের উপার্জনের টাকায় বহু দুস্থ মানুষদের হাতে শীতবস্ত্র তুলে দিয়েছিলেন বলে স্থানীয়রা জানান। এমন ভুমিকায় তাকে প্রায়ই দেখা যায়। এদিন ভ্যালেন্টাইন ডে এইভাবেই পালন করেন তিনি।।