এইদিন ওয়েবডেস্ক,ঋষিকেশ,২১ ডিসেম্বর : নিজের রিসোর্টের রিসেপশনিস্ট ১৯ বছরের তরুনী অঙ্কিতা ভান্ডারীকে খরিদ্দারদের সঙ্গে যৌন সম্পর্কে রাজি করাতে না পেরে তাকে খুন করে মৃতদেহ পাহাড়ের খাদে ফেলে দিয়েছিল ঘাতক পুলকিত আর্য । ২০২২ সালের সেপ্টেম্বরে ওই হত্যাকাণ্ডের পর থেকেই জেলে রয়েছে পুলকিত । সে জামিনের জন্য আদালতে আবেদন করেছিল । কিন্তু বুধবার সেই আবেদন নাকচ করে দিয়েছে নৈনিতাল হাইকোর্ট ।
ঋষিকেশের পাউদি গাড়ওয়াল জেলার যমকেশ্বরের বনন্তরা রিসোর্টের মালিক ছিলেন পুলকিত আর্য । অঙ্কিতা ভান্ডারি ওই রিসোর্টের রিসেপশনিস্ট হিসাবে কাজ করতেন । কিন্তু তরুনী ঘুনাক্ষরেও মালিকের কুঅভিসন্ধি টের পাননি ।
এছাড়া তদন্তে পুলিশ জানতে পেরেছে যে হরিণ এবং অন্যান্য বন্য প্রাণী শিকার করে পুলকিত আর্যর রিসোর্টের পার্টিতে মাংস পরিবেশন করা হয়েছিল । খুনের পাশাপাশি বন্যপ্রাণী সুরক্ষা আইনের আওতাতেও পুলকিতের বিরুদ্ধে মামলা রজু করেছে বন বিভাগ ।
উল্লেখ্য,গত বছর ১৮ থেকে নিখোঁজ ছিলেন অঙ্কিতা । পরে পুলিশ ও এসডিআরএফ দল জেলা পাওয়ার হাউসের কাছে পাহাড়ের খাদে তল্লাশি অভিযান চালিয়ে তার মৃতদেহ উদ্ধার করে। এই ঘটনায় বিজেপি নেতার ছেলে পুলকিত আর্য, ম্যানেজার সৌরভ ভাস্কর এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অঙ্কিত গুপ্তকে গ্রেফতার করে পুলিশ ।
অভিযুক্ত পুলকিত নেশায় আসক্ত এবং সে রিসোর্টে অতিথিদের খুশি করার জন্য অঙ্কিতাকে ভিআইপি পরিষেবা বা যৌন মিলনের জন্য চাপ দিত । কিন্তু অঙ্কিতা তার মালিকের এই প্রস্তাব অস্বীকার করেছিলেন । আর তার সেই অপরাধের জন্য পুলিকত বন্ধুদের সাথে মিলে অঙ্কিতাকে হত্যার পরিকল্পনা করে এবং তাকে পাহাড়ে নিয়ে গিয়ে ধাক্কা দিয়ে খাদে ফেলে দেয় । ঘটনার চারদিন পর অঙ্কিতার লাশ পাওয়া গেলে পুরো ঘটনা প্রকাশ্যে আসে । পরে ধৃতদের জেরা করে পুলিশ জানতে পারে যে পুলকিত ও তার বন্ধুরা কোল্ড ড্রিঙ্কসে মাদকদ্রব্য মিশিয়ে অঙ্কিতাকে গণধর্ষণ করে এবং তাকে রিসর্টের অতিথিদের ভিআইপি পরিষেবা দিতে বাধ্য করেছিল ।।