এইদিন আন্তর্জাতিক ডেস্ক,১৬ নভেম্বর : প্রকাশ্য জনসভায় হিন্দু বিদ্বেষী ভাষণ দিলেন বিএনপি নেতা ও প্রাক্তন সংসদ সদস্য হারুনুর রশিদ হারুন । তার একটি বক্তব্যের ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে । যেখানে ওই বিএনপি নেতাকে বলতে শোনা গেছে,”মনে রাখতে হবে,পূজা হচ্ছে শয়তানের ইবাদত । আর রোজা হচ্ছে আল্লার ইবাদত।” ভিডিও ক্লিপটি বাংলাদেশের হিন্দুদের বিভিন্ন ফেসবুক পেজে শেয়ার করা হয়েছে । শুনুন বিএনপি নেতার বক্তব্য 👇
জনৈক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন,’সারাবছর ধরে অহিন্দু হুজুর ও রাজনৈতিক নেতারা পূজা ও দেবদেবী নিয়ে নানা অশ্লীল বক্তব্য দিয়ে থাকেন। এবার পূজার সময় আমির হামজা নামের একজন ব্যক্তি দেবী দুর্গাকে নিয়ে খুবই অশ্লীল কথাবার্তা বলেছিলেন, এবার দেখুন এই হারুনুর রশিদ নামক রাজনৈতিক নেতা সরাসরি পূজাকে শয়তানের ইবাদত বলছেন। অর্থাৎ দেবদেবীদের…. ডাকছেন! ভেবে দেখেন আপনি কখনও বলার চিন্তাও করবেন নামাজ হলো শয়তানের ইবাদত বা নামাজ হলো রাক্ষসের পূজা? কারণ এটি সনাতন ধর্মের শিক্ষা নয়। অর্থাৎ এরা দিনরাত এসব কটুক্তি করবে, তাতে কোন সমস্যা নেই কিন্তু হিন্দুরা টুশব্দও করতে পারবেনা। এরাই আবার অন্যদেরকে অ*সাম্প্রদায়িকতার জ্ঞান দিবে। এজন্যই সারাবিশ্বে জঙ্গী বলে পরিচয় এরাই পায়।’
নয়ন দেবনাথ লিখেছেন,’বিএনপির নেতা সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ হারুন বলেছেন- পূজা হচ্ছে শয়তানের ইবাদত।এই কথায় মাধ্যমে কি ধর্ম অবমাননা হয় না? আগামী নির্বাচনে বিএনপি কে যারা ভোট দিবেন, তাদের পূজা হবে শয়তানের।’
প্রসঙ্গত,আগামী বছর ফেব্রুয়ারিতে বাংলাদেশের সাধারণ নির্বাচন হওয়ার কথা । এতদিন বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ভোট পেয়ে এসেছে শেখ হাসিনার দল আওয়ামী লীগ । কিন্তু মহম্মদ ইউনূসের অনৈতিকভাবে ক্ষমতা দখলের পর আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হয়েছে । এই পরিস্থিতিতে হিন্দু ভোট নিজেদের দলে টানতে মরিয়া চেষ্টা চালাচ্ছে দুই উগ্র ইসলামি দল বিএনপি ও জামাত ইসলামি । একজন মন্তব্য করেছেন,’যেকটা হিন্দুভোট পেতো, আর সেটাও পাবে না বিএনপি৷’

