এইদিন ওয়েবডেস্ক,কাবুল,১২ ডিসেম্বর : আফগানিস্তানে মানবাধিকার লঙ্ঘন নিয়ে দীর্ঘদিন ধরে সরব হচ্ছে বিশ্বের অমুসলিম দেশগুলি । তার উপর সম্প্রতি পশ্চিম ফারাহ (Farah)প্রদেশে এক খুনের আসামির প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করেছে তালিবান । যা নিয়ে বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে । কিন্তু এত প্রতিবাদ ও সমালোচনা সত্ত্বেও প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়ে অনড় তালিবানরা । তালিবানদের দ্বারা পরিচালিত কিসাস (Qisas)শাস্তি প্রয়োগের বিষয়ে জোরালো সওয়াল করেছেন তালিবানের উপ-প্রধানমন্ত্রী মাওলাভি আব্দুল সালাম হানাফি (Mawlawi Abdul Salam Hanafi) । আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় ফারিয়াব প্রদেশে সফরকালে তিনি বলেছেন,’শরিয়া আইন অনুযায়ী কিসাস শাস্তি বৈধ । একে যেকোন উপায়ে কার্যকর করতে হবে ।’
ক্ষমতায় ফিরে আসার পর প্রথমবারের মতো গত বুধবার(৭ ডিসেম্বর ২০২২) আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় ফারাহ প্রদেশে প্রকাশ্য মৃত্যুদণ্ড কার্যকর করে তালিবান । মৃত্যুদণ্ড প্রাপ্তের বিরুদ্ধে ছুরি দিয়ে এক প্রতিবেশীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছিল । প্রচুর মানুষের মাঝে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় । এদিকে এই ঘটনা প্রকাশ্যে আসতেই জাতিসংঘ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ফ্রান্স একযোগে তালিবানের নিন্দায় সরব হয় । আন্তর্জাতিক সংগঠন ও ওই দেশগুলি তালিবানের বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে । তবে ওই সমস্ত সমালোচনা আদপেই কানে ঢোকায়নি তালিবানরা । হানাফি জোর দিয়ে বলেছেন, তালিবান সরকার শরিয়া অনুসরণ করে এবং শরিয়া আইন অনুযায়ী কিসাসের শাস্তি অনুমোদিত ।’।