এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,১১ অক্টোবর : উসকানিমূলক ভাষণ দেওয়ার অভিযোগে সাহিত্যিক অরুন্ধতী রায় ও সেন্ট্রাল ইউনিভার্সিটি অব কাশ্মীরের আন্তর্জাতিক আইনের অধ্যাপক শেখ শওকত হোসেনের বিরুদ্ধে মামলার অনুমতি দিলেন দিল্লির উপরাজ্যপাল ভি কে সাক্সেনা । ২০১০ সালে দিল্লিতে একটি সেমিনারে কাশ্মীরের ভারতভুক্তি নিয়ে নানা প্রশ্ন তুলেছিলেন তারা । ওই বছরেই ওই দু’জনের বিরুদ্ধে দিল্লি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন শ্রীনগরের বাসিন্দা জনৈক এক ব্যক্তি । কিন্তু সেই তৎকালীন কংগ্রেসের শীলা দীক্ষিতের সরকার দিল্লি পুলিশকে মামলা করার অনুমতি দেয়নি । এমনকি পরে কংগ্রেসকে সরিয়ে রাজ্যে আদমি পার্টির সরকার ক্ষমতায় এলে অরবিন্দ কেজরিওয়ালও পুলিশকে মামলা না করার জন্য নির্দেশ দিয়েছিলেন । শেষ পর্যন্ত ২০১০ সালের সেই এফআইআরের ভিত্তিতে উপরাজ্যপাল ভি কে সাক্সেনা এই মামলা চালানোর অনুমতি দিয়েছেন । মঙ্গলবার (১০ অক্টোবর, ২০২৩) দিল্লির রাজ নিবাসের কর্মকর্তারা এই তথ্য দিয়েছেন।
জানা গেছে,অরুন্ধতী রায় ও শেখ শওকতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫৩এ (ধর্ম, জাতি, স্থান বা ভাষার ভিত্তিতে সম্প্রদায়ের মধ্যে ঘৃণা সৃষ্টি করা, শান্তি বিঘ্নিত করা),১৫৩বি (জাতীয় অখণ্ডতার বিরুদ্ধে কথা বলা) এবং ৫০৫ (উস্কানিমূলক বক্তব্য) ধারার অধীনে মামলা দায়ের করা হয়েছে ।
প্রসঙ্গত,ভারত বিরোধী বলে পরিচিত অরুন্ধতী রায় বলেছিলেন যে কাশ্মীর কখনই ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল না । তিনি মিথ্যা দাবি করেন যে ভারতীয় কর্মকর্তারা জাতিসংঘে এটি স্বীকারও করেছেন । প্রায় একই মন্তব্য করেছিলেন অধ্যাপক শেখ শওকত হোসেনও । তাদের এই বিদ্বেষমূলক বক্তব্যের পরিপ্রেক্ষিতে কাশ্মীরি কর্মী সুশীল পণ্ডিত ২০১০ সালের ২৪ অক্টোবর একটি অভিযোগ দায়ের করেছিলেন ।।