এইদিন ওয়েবডেস্ক,মুর্শিদাবাদ,০৬ ডিসেম্বর : গতকাল পুরুলিয়ার জয়পুরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন যে শনিবার বিতর্কিত “বাবরি মসজিদ”-এর শিলান্যাস পুলিশের নিরাপত্তায় করতে দেবে মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার । আর বাস্তবিক হতেও চলেছে তাই । আজ মুর্শিদাবাদের বেলডাঙ্গায় হুমায়ুন কবিরের ঘোষিত বাবরি মসজিদ-এর ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে নিরাপত্তার জন্য অন্তত ৩ হাজার পুলিশবাহিনী মোতায়েন করে রাখা হয়েছে । এই বিষয়ে হুমায়ুন কবীর সংবাদমাধ্যমকে বলেন,’আমি আজ বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করব…আমি কিছু বলব না। পুলিশ আমাকে সমর্থন করছে। আমি ইতিমধ্যেই তাদের সাথে কথা বলেছি। গতকাল কলকাতা হাইকোর্টের আদেশের পর, পুলিশ আমাকে সমর্থন করছে। তারা আমাকে নিরাপত্তা দিয়েছে৷’
শুভেন্দু অধিকারী গতকাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে আরও বলেছিলেন, ‘বাবরি নামকরণে প্রতিটি রাষ্ট্রবাদী ভারতীয়দের আপত্তি আছে । এই নামকরণকে কেউ সমর্থন করে না। এরা আগুন নিয়ে খেলছে । আমি আগাম পূর্বাভাস দিচ্ছি যে পশ্চিমবঙ্গের হিন্দুদের বোকা বানানোর জন্য, লোক দেখানো সাসপেন্ড হয়েছে। আগামীকাল এই বিতর্কিত নামে মসজিদের শিলান্যাস মমতা ব্যানার্জির পুলিশ করতে দেবে । আমি আপনাদের ভিতরের খবর বলে গেলাম । মমতা ব্যানার্জির মুখ আর মুখোশ দুটো আলাদা ।’
এদিকে জানা গেছে যে মুর্শিদাবাদের বেলডাঙার মরাদিঘি এলাকায় এই বাবরি মসজিদ শিলান্যাস হবে সৌদি আরব থেকে দুই মৌলবীর হাত দিয়ে । কলকাতা থেকে তাঁদের মুর্শিদাবাদ বিশেষ কনভয়ে নিয়ে যাওয়া হবে। রাজ্য ও দেশের নানান প্রান্ত থেকে ইসলামি ধর্মগুরুদের সেখানে উপস্থিত হওয়ার কথা শোনা যাচ্ছে। শিলান্যাসের মূলপর্ব শুরু হবে শনিবার ১২ টা নাগাদ। তার ২ ঘণ্টা আগে থেকে আনুষ্ঠানিক কাজকর্ম ইতিমধ্যেই শুরু হয়ে গেছে । দুপুর ২ টো নাগাদ অনুষ্ঠানের সমাপ্তি ও খাওয়া দাওয়ার আয়োজন রয়েছে। অতিথিদের জন্য ৪০ হাজার প্যাকেট শাহি বিরিয়ানি এবং ২০ হাজার স্থানীয়দের জন্যও বিরিয়ানির আয়োজন থাকছে । রিপোর্ট অনুযায়ী,খাওয়ার খরচ বাবদ ৩০ লাখ ও মঞ্চ তৈরিতে ১০ লাখ খরচ হচ্ছে । তবে এই বিপুল অর্থের উৎস কি তা এখনো স্পষ্ট নয় ।।

