ওম্ প্রাতরগ্নিং প্রাতরিন্দ্রং হবামহে প্রাতমিত্রাবরুণা প্রাতরশ্বিনা।
প্রাতর্ভগং পূষণং ব্রহ্মণস্পতিং প্রাতঃ সোমমুত রুদ্রং হুবেম ॥১॥
ওম্ প্রাতৰ্জিতং ভগমুগ্রং হুবেম বয়ং পুত্রমদিতের্যো বিধর্তা।
আধুশ্চিদ্যং মন্যমানস্তুরশ্চিদ্রাজা চিদ্যং ভগং ভক্ষীত্যাহ ॥২॥
ওম্ ভগ প্রণেতর্ভগ সত্যরাধো ভগেমাং ধিয়মুদবা দদন্নঃ।
ভগ প্র ণো জনয় গোভিরশ্বৈর্ভগ প্র নৃভিনৃবন্তঃ স্যাম ॥৩॥
ওম্ উতেদানীং ভগবন্তঃ স্যামোত প্রপিত্ব উত মধ্যে অহ্নাম্।
উতোদিতা মঘবসূর্যস্য বয়ং দেবানাং সুমতৌ স্যাম ॥৪॥
ওম্ ভগ এব ভগবাঁ অদ্ভু দেবাস্তেন বয়ং ভগবন্তঃ স্যাম।
তং ত্বা ভগ সর্ব ইজ্জোহবীতি স নো ভগ পুরএতা ভবেহ ॥৫॥ [ঋগ্বেদ ৭।৪১।১-৫]
ভাবার্থঃ আমরা প্রভাতকালে সর্বস্রষ্টা, ধারণকর্তা, দুষ্টদের দণ্ডদাতা পরমপূজ্য ঈশ্বরের নিকট প্রার্থনা করি। তিনিই বল, ঐশ্বর্য, পশু, উৎকর্ষতা, সুরক্ষা, শ্রেষ্ঠত্ব ইত্যাদি প্রদান করেন। তাঁর কৃপাতেই আমরা উন্নতি লাভ করি। এজন্য আমরা তাঁরই স্তুতি করি।