এইদিন ওয়েবডেস্ক,মুজাফরাবাদ,১১ জানুয়ারী : কয়েক দশক ধরে শোষণকারী পাকিস্তান সরকারের বৈষম্যমূলক নীতিতে ক্ষুব্ধ পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের (পিওকে) গিলগিট বাল্টিস্তানের মানুষ এখন ভারতের সাথে পুনর্মিলনের দাবি করছে । বুধবার পিওকে-এর একটি বিক্ষোভ সমাবেশ হয়েছে । ওই সমাবেশের বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় । ওই বিশাল সমাবেশে অংশগ্রহণকারী মানুষ ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের কার্গিল জেলায় বাল্টিসদের সাথে পুনর্মিলনের উদ্দেশ্যে কার্গিল রোড পুনরায় চালু করার দাবি তুলেছে । বিশাল ওই জনসমাবেশের ভিডিও শেয়ার করে মুহম্মদ ইব্রাহিম টুইটারে লিখেছেন,’এটি পুরো গিলগিট-বালচিস্তান নয়, এটি কেবল স্কারদু শহর। সমগ্র গিলগিট-বালচিস্তান জুড়ে প্রতিবাদ হলে পাকিস্তানি মিডিয়ার সম্পূর্ণ ব্ল্যাকআউট হয়ে যাবে ।’
এদিকে পুঞ্চ জেলার বিভিন্ন রাজনৈতিক, ধর্মীয় ও বাণিজ্য সমিতির জোট ‘হাজিরা মহকুমা আওয়ামী অ্যাকশন কমিটি’ দ্বারা আয়োজিত এক জনসভায় ভাষণ দিতে গিয়ে পিওকের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজা ফারুক হায়দার হিমালয় অঞ্চলে পাকিস্তান নিরাপত্তা বাহিনীর দ্বারা জমি দখল বন্ধ করার আহ্বান জানিয়েছেন । তিনি বলেছেন,’আমি পাকিস্তান সরকারকে বলতে চাই গিলগিট- বালতিস্তানের জনগণকে যেন খালসা (মুকুটের) ভূমি থেকে উচ্ছেদ না করা হয় । তারা ডোগরা শাসনের সময় থেকে এখানে বসবাস করে আসছে ।’।