এইদিন ওয়েবডেস্ক,পাটনা,১৬ জুন : অগ্নিপথ নিয়োগ প্রকল্পের (Agnipath Recruitment Scheme) বিরুদ্ধে লাগাতার বিক্ষোভ চলছে বিহারে । বৃহস্পতিবার সকালে বিহারের জেহানাবাদ, মুঙ্গেরসহ অন্যান্য জেলায় প্রার্থীরা রাস্তায় নেমে সড়কপথ অবরোধ করে । সহরসায় রেলপথ অবরোধ করে এবং রাজ্যরাণী এক্সপ্রেস(Rajyarani Express) ট্রেনের বগি লাঠিসোঁটা দিয়ে পেটায় এবং একটি কোচে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা । সহরসা-মানসী রেলপথ অবরোধের কারণে রাজ্যরাণী এক্সপ্রেস ও বৈশালী এক্সপ্রেস ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় । জেহানাবাদেও রেললাইন জ্যাম থাকায় যাত্রীবাহী ট্রেন কয়েক ঘণ্টা দাঁড়িয়ে থাকে ।
বিহারের নওয়াদা জেলায় বিজেপির এমএলএ অরুণা দেবী আদালতে যাওয়ার পথে বিক্ষোভকারীদের হামলার শিকার হন । তাঁর কনভয় লক্ষ্য করে পাথর ছোড়া হয় । পাথরের আঘাতে অরুণাসহ ৫ ব্যক্তি আহত হন। নওয়াদা জেলার বিজেপির পার্টি অফিসেও ভাংচুর করা হয় ।
আররাহ রেলস্টেশনে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এই সময় উত্তেজিত জনতা পুলিশের উদ্দেশ্যে পাথর ছুড়তে থাকে। বিক্ষোভকারীরা রেললাইনের ওপর আসবাবপত্র ফেলে সেগুলোতে আগুন ধরিয়ে দেয় । পাশাপাশি এনএইচ ৮৩-তে আগুন লাগিয়ে বিক্ষোভ দেখানো হয় । শিক্ষার্থীদের বিক্ষোভের কারণে গয়া-পাটনা প্রধান সড়কে যান চলাচল বিঘ্নিত হয়। অন্যদিকে, মুঙ্গেরে সেনা পুনর্বহালের সংশোধনীর প্রতিবাদে প্রার্থীরা সাফিয়াসরাই চক অবরোধ করেন । অগ্নিসংযোগ করা হয় । এর জেরে এনএইচ এবং জামালপুর মুঙ্গের রোডে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় ।
প্রসঙ্গত,অগ্নিপথ নিয়োগ প্রকল্প হল অফিসার পদমর্যাদার নীচে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীতে নিয়োগ প্রক্রিয়া । ফিটার, জওয়ান প্রভৃতি পদে ৪ বছরের চুক্তিতে নিয়োগ করার পরিকল্পনা নিয়েছে কেন্দ্র সরকার । এই প্রকল্পে নিযুক্তদের ‘অগ্নিবীর’ নামকরণ করা হবে । প্রকল্পের আওতায় ১৭ বছর ৬ মাস থেকে ২১ বছর বয়সী প্রায় ৪৫ হাজার অগ্নিবীরকে ৪ বছরের মেয়াদে সশস্ত্র বাহিনীতে নিয়োগ করা হবে। এই সময় তাঁদের মাসিক মাসে ৩০ থেকে ৪০ হাজার টাকা করে দেওয়া হবে । সঙ্গে কিছু পরিমাণ ভাতাও থাকবে। এ ছাড়াও তারা চিকিৎসা ও বিমা সুবিধা পাবেন । ৪ বছরের মেয়াদ শেষে বেশিরভাগ অগ্নিবীরকে বাধ্যতামূলক অবসরে যেতে হবে। অবসরপ্রাপ্ত সেনারা কোনো ধরনের পেনশন বা গ্র্যাচুইটি পাবেন না।
তবে মেয়াদ শেষে মাত্র ২৫ শতাংশ সেনার চাকরি নবায়ন করা হবে এবং তারা ১৫ বছর চাকরি করার সুযোগ পাবেন। বাকিদেরকে ১১ থেকে ১২ লাখ টাকা এককালীন প্যাকেজসহ অবসরগ্রহণ করতে হবে। পুরনো প্রক্রিয়ায় ১৬ বছর ৬ মাস থেকে ২১ বছর বয়সী তরুণরা সর্বোচ্চ ১৫ বছরের জন্য কাজের সুযোগ পেতেন। চাকরীর মেয়াদ শেষে অবসর নেওয়ার পর তারা পেনশনও পেতেন । এই নতুন নিয়োগ পরিকল্পনার মূল উদ্দেশ্য হল সেনাবাহিনীতে প্রচলিত বেতন ও পেনশনের খরচ কমানো এবং সাশ্রয় হওয়া অর্থ দিয়ে অত্যাধুনিক অস্ত্র কেনা ।।