শেখ মিলন,ভাতার(পূর্ব বর্ধমান),০৬ ডিসেম্বর : সরকারি আবাস যোজনার অনুদান নিয়ে ক্ষোভ বিক্ষোভ দীর্ঘদিনের । যোগ্য উপভোক্তাদের নাম বাদ দিয়ে অযোগ্যদের নাম ঢুকিয়ে দেওয়ার অভিযোগ রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের নেতাদের বিরুদ্ধে প্রায়ই ওঠে । ফের একবার এমন অভিযোগ ঘিরে উত্তাল হয়ে উঠল পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লকের বনপাস গ্রাম পঞ্চায়েত এলাকা । বৃহস্পতিবার বিকালে বনপাস হাইস্কুল প্রাঙ্গণে আবাস যোজনার বিষয়ে গ্রাম সভা ডাকা হয়। স্থানীয় কয়েকশো গ্রামবাসী এই গ্রাম সভায় উপস্থিত হন। গ্রামসভা চলাকালীন হঠাৎ বিক্ষোভ শুরু করে তারা । স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে তারা সরকারি আবাস যোজনার বাড়ি পাওয়ার যোগ্য হওয়া সত্ত্বেও তালিকা থেকে তাদের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে । অনেকে যোগ্য উপভোক্তার আবাস যোজনার তালিকায় নাম উঠেনি । এই নিয়ে তারা বিডিও অফিস সহ পঞ্চায়েত অফিসের প্রতিনিধিদের ঘিরে তুমুল।বিক্ষোভ দেখায়। পরিস্থিতি সামাল দিতে ভাতার থানার পুলিশকে হস্তক্ষেপ করতে হয় ।
স্থানীয় বাসিন্দা মধুসূদন রায় ও তরুণ বাগদিদের দাবি, এবারের আবাস তালিকায় তাদের নাম ছিল। আবাস যোজনার বাড়ি পাওয়ার যোগ্য হওয়া সত্বেও তথ্য যাচাইয়ের পর তাদের নাম বাদ দেওয়া হয়। তাদের আরও অভিযোগ, স্থানীয় দুই তৃণমূল নেতা সরকারি বাড়ি পাওয়ার জন্য টাকার দাবি(কাটমানি) করেছিল। সেই টাকা না দেওয়ায় জন্য তালিকা থেকে তাদের নাম বাদ হয়েছে। যদিও অভিযুক্ত দুই তৃণমূল নেতাদের দাবি, কি বলল সেটা শুনে লাভ নেই। যোগ্য ব্যক্তিরাই বাড়ি পাবেন।
বনপাস গ্রাম পঞ্চায়েতের প্রধান চম্পা আরষ বলেন, ‘বিডিও অফিসের প্রতিনিধিদের তরফে সার্ভে হয়েছে।আবাসের বাড়ি পাওয়ার যোগ্য হওয়া সত্ত্বেও তালিকা থেকে যদি কারো নাম বাদ যায় তারা অভিযোগ পত্র পঞ্চায়েত অফিসে জমা করুক। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠিয়ে দেবো। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি মনে করেন পুনরায় সার্ভে করা প্রয়োজন তাহলে তারা তা করবেন।’।