শ্যামসুন্দর ঘোষ,বর্ধমান,১২ জানুয়ারী : ইতিহাসের পুনরাবৃত্তি ! এক সময়ে নন্দীগ্রামে বিরোধী দলের নেতানেত্রীদের পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে ঢুকতে দেয়নি তৎকালীন শাসকদল সিপিএম । একই রকম ভাবে উত্তর ২৪ পরগনা জেলার সন্দেশখালি উপদ্রুত এলাকায় যেতে দেওয়া হলো না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির বিধায়কদের দলকে । এরই প্রতিবাদে আজ সোমবার রাজ্যের প্রতিটি জেলায় বিক্ষোভ কর্মসুচি পালন করলো বিজেপি ।
জানা গেছে,এদিন শুভেন্দু অধিকারী নেতৃত্বে বিজেপির পরিষদীয় দল একটি বাসে চড়ে সন্দেশখালির উদ্দেশ্যে রওনা হয়েছিল । কিন্তু বাসন্তী হাইওয়ের কাছে পুলিশের বাধার মুখে পড়তে হয় বিজেপির পরিষদীয় দলকে ৷ ওর ওই জায়গাতেই সড়ক পথ অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখায় বিজেপির বিধায়করা । তার আগে বিধানসভায় বিজেপির বিধায়কদের সাসপেন্ড করা হয় । তারই প্রতিবাদে এদিন রাজ্যজুড়ে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছিল বিজেপি ।
জানা গেছে, আজকে বিকেলে পূর্ব বর্ধমান জেলার বিজেপির সভাপতি অভিজিৎ তা-এর নেতৃত্বে বর্ধমান শহরের কার্জন গেটের সামনে সড়ক পথ অবরোধ কর্মসূচি পালন করে বিজেপি । অবরোধ কর্মসূচির পর তারা বর্ধমান সদর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় । জেলা সভাপতি অভিজিৎ তা , আশীষ ধাড়াকে পুলিশ গ্রেফতার করে। যদিও তারা আদালতে জামিন পেয়ে যান।
পাশাপাশি পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর বাজারে সড়ক পথ অবরোধ করে বিজিপি নেতৃত্ব । উপস্থিত ছিলেন ঝুলন হাজরা, বিশ্বজিৎ পোদ্দার প্রমূখ । প্রায় এক ঘন্টা ধরে অবরোধ চলে । এদিকে সন্দেশখালির ঘটনা এবং জেলা সভাপতিকে গ্রেপ্তারের প্রতিবাদে ভাতাড় বাজারে বর্ধমান কাটোয়া রোড অবরোধ কর্মসূচি পালন করে বিজেপি । যদিও কিছুক্ষণ পরে সেই অবরোধ তুলে নেওয়া হয় ।।