এইদিন ওয়েবডেস্ক,তেহেরান,১১ জানুয়ারী : ইরানের আইআরজিসি(Islamic Revolutionary Guard Corps)কে কার্যত সন্ত্রাসীদের মত ব্যবহার করছে ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা (Supreme Leader) এবং দেশের প্রধান ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিত্ব আলী হোসেইনি খামেনি । আইআরজিসি-এর এমনই এক কুখ্যাত সন্ত্রাসবাদীর নাম হল কর্নেল মাহদি রহিমি(Mahdi Rahimi)। ইরানের বহু কিশোর-কিশোরী ও তরুন-তরুনীর রক্তে রঞ্জিত ছিল তার হাত । গত ৩রা জানুয়ারী ইরানের ইলম প্রদেশের মালিকশাহিতে প্রায় ১০ জন বিক্ষোভকারীকে গুলি করে হত্যা করার জন্য তিনি দায়ী ছিলেন মাহদি রহিমি । তারই প্রতিশোধ নিতে বৃহস্পতিবার সরকারবিরোধী বিক্ষোভ চলাকালীন মাহদি রহিমিকে খুঁজে বের করে তাকে টানতে টানতে তার বাড়িতে নিয়ে গিয়ে জীবন্ত পুড়িয়ে মেরে ফেলে বিক্ষোভকারীরা ।
ইরানের ইসলামী শাসনব্যবস্থার রাষ্ট্রীয় গণমাধ্যম প্রথমে দাবি করেছিল যে মাহদি রহিমির বাড়িতে গ্যাস লিকের কারণে হঠাৎ তার মৃত্যু হয়েছে। এখন জানা গেছে যে বিক্ষোভকারীরা সফলভাবে তার বাসস্থান চিহ্নিত করে এবং কয়েকদিন আগে কয়েক ডজন বিক্ষোভকারীর হত্যায় তার ভূমিকার প্রতিশোধ হিসেবে তাকে জীবন্ত পুড়িয়ে হত্যা করে । আরও খবর যে ইরানের কাশানে আইআরজিসি ক্ষেপণাস্ত্র ইউনিটের কমান্ডার রেজা কাসাব একটি ড্রোন হামলায় নিহত হয়েছে ।।

