প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১৬ জানুয়ারী : ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন নিয়ে অশান্তির আঁচ এবার গিয়ে পড়লো রেল লাইনে। নিঃশর্তভাবে সমস্ত ভারতীয় নাগরিকের নাম SIR (Standard Identification Record) তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে শুক্রবার সকালে জাতীয় পতাকা হাতে নিয়ে পূর্ব বর্ধমানের সমুদ্রগড় স্টেশন সংলগ্ন পারুলডাঙ্গা রেলগেটে রেল অবরোধ করে বিক্ষোভে সামিল হন স্থানীয় বাসিন্দারা।
রেল লাইনে দাঁড়িয়ে বিক্ষোভকারিরা কোন শর্ত ছাড়া প্রতিটি ভারতীয় নাগরিকের নাম SIR তালিকায় তোলার দাবি তুলে চলেন।একই সাথে তারা যাঁদের নাম ভোটার লিস্টে রয়েছে, তাঁদের নাম অপরিবর্তিত রেখে তালিকায় স্থান দেওয়া সহ শুনানিতে ডাকার নামে হয়রানি বন্ধ করার দাবিও তারা তোলেন।এছাড়াও শুনানিতে(Hearing) ডাকা ব্যক্তির শুনানি সংশ্লিষ্ট ব্যক্তির এলাকাতে করতে হবে,এই দাবিও তুলেছেন বিক্ষুব্ধরা। এই সকল দাবি কে সামনে রেখে বিক্ষোভকারীরা পারুলডাঙ্গা রেলগেটে জমায়েত হতে থাকেন।তাঁরা রেললাইনে বসে পড়েন।এর ফলে সকাল ৭টা ৫০ মিনিট থেকে ৮টা ০২ মিনিট পর্যন্ত ডাউন হাওড়া-কাটোয়া লোকাল ট্রেনটি আটকে পড়ে। ব্যস্ত সময়ে ট্রেন আটকে পড়ায় সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা।
এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কালনা জিআরপি ও আরপিএফ বাহিনী। দীর্ঘক্ষণ আলোচনার পর এবং প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস মিললে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন। তারপর ওই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।দাবি পূরণ না হলে আগামীতে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে রেখেছেন বিক্ষোভকারীরা।।
