এইদিন ওয়েবডেস্ক,হাওড়া,১০ এপ্রিল : নয়া ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে আজ বৃহস্পতিবার কলকাতার রামলীলা ময়দানে ‘মহাসমাবেশের’ ডাক দিয়ে রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর অরাজনৈতিক সংগঠন জামায়েত উলেমা হিন্দ । রাজ্যের বিভিন্ন জেলা থেকে গাড়ি ভাড়া করে লক্ষাধিক মুসলিম জনতা কলকাতার উদ্দেশ্যে রওনা হয় । সমাবেশে যোগ দিতে যাওয়া তেমনই একটি দলের বিরুদ্ধে একটি বেসরকারি গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল । ঘটনাটি ঘটেছে হাওড়া জেলার সাঁতরাগাছির কোনা এক্সপ্রেস ওয়েতে ।
সেই ভিডিও নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন বিজেপির সর্বভারতীয় আইটি ইনচার্জ অমিত মালব্য । প্রতিক্রিয়ায় তিনি লিখেছেন, ‘পশ্চিমবঙ্গের সাঁতরাগাছিতে কী ঘটছে তা একবার দেখুন—ওয়াকফ বিক্ষোভের অজুহাতে হিন্দুদের গাড়ি ভাঙচুর করা হচ্ছে। আশ্চর্যের বিষয় হল, পুলিশ অফিসাররা ঘটনাস্থলে উপস্থিত থাকলেও নির্বাক দর্শক হিসেবে দাঁড়িয়ে আছেন। মহাদেব স্টিকার লাগানো গাড়িগুলিকে বিশেষভাবে লক্ষ্যবস্তু করা হচ্ছে, এমনকি লাথিও মারা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই সবকিছুই ঘটছে।’
স্থানীয় সামাজিক যোগাযোগ মাধ্যমের খবরের চ্যানেলগুলিতে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে যে একটি সাদা রংয়ের চারচাকা গাড়িকে ধীরে ধরেছে মুসলিমরা । তারা গাড়িটিতে থাপ্পর ও লাথি মারছে । একজন যুবককে গাড়ির ইঞ্জিনের উপর উঠে উইন্ডস্ক্রিনে সজোরে লাথি মেরে ভেঙে দিতে দেখা যায় । যদিও সমাবেশে যোগ দিতে যাওয়া একটি গাড়ির এক যাত্রীর দাবি যে ওই গাড়ির চালক তাদের দিকে পিস্তল উঁচিয়ে হুমকি দেখিয়েছিল । কিন্তু সেই সময় ঘটনাস্থলে পুলিশ বাহিনী মজুদ থাকলেও তারা কেন বিষয়টি পুলিশের নজরে আনলেন না তা নিয়ে প্রশ্ন উঠছে ।।