আমিরুল ইসলাম,ভাতার(পূর্ব বর্ধমান),০৬ ডিসেম্বর : উৎসাহ ভাতা না মেলায় স্বাস্থ্য আধিকারিককে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন আশা কর্মীরা ।সোমবার ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের ভাতার ব্লক স্বাস্থ্যকেন্দ্রে।উৎসাহ ভাতার দাবিতে আশা কর্মীরা এদিন ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে স্মারকলিপিও জমা দেন। হাসপাতাল চত্ত্বরে আশা কর্মীরা শ্লোগান দিয়ে বিক্ষোভ দেখানো শুরু করায় রোগী ও তাঁদের পরিজনদের অনেকে মেজাজ হারান । পরে ব্লক স্বাস্থ্য আধিকারিক সংঘামিত্রা ভৌমিক আশা কর্মীদের দাবির বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার আশ্বাস দেন । এরপর আশা কর্মীরা বিক্ষোভ প্রত্যাহার করে নেন ।
বিক্ষোভে অংশ নেওয়া আশা কর্মীরা জানান, তাঁরা ৬ মাস ধরে উৎসাহ ভাতা পাচ্ছেন না। কোভিড ভাতাও পাচ্ছেন না। এমনকি তাদের সরকারি স্বীকৃতিও দেয়া হচ্ছে না।এত বঞ্চনার পরেও তাঁরা ২৪ ঘন্টা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।ভাতার অর্থ পাবার জন্য দীর্ঘদিন ধরে আবেদন নিবেদন করে আসলেও কেউ ভ্রুক্ষেপ করছে না । তাই এদিন তাঁরা ব্লক স্বাস্থ্য আধিকারিদের কাছে উপস্থিত হবে ডেপুটেশন দিতে বাধ্য হয়েছেন । ভাতার ব্লক স্বাস্থ্য আধিকারিক সংঘামিত্রা ভৌমিক বলেন,আশা কর্মীদের দাবির বিষয়টি তিনি জেলার আধিকারিককে জানাবেন ।।