এইদিন ওয়েবডেস্ক,হাওড়া,২০ ফেব্রুয়ারী : উত্তর ২৪ পরগনা জেলার সন্দেশখালিতে তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাজাহান ও তার বাহিনীর বিরুদ্ধে ধর্ষণ-গণধর্ষণ, জোর করে জমি দখল,খুনের হুমকি দেখানো প্রভৃতি সব মারাত্মক অভিযোগ উঠেছে । সন্দেশখালীর ওই ঘটনা নিয়ে তোলপাড় চলছে দেশজুড়ে । তারই মাঝে হাওড়ার পাঁচালা এলাকায় একটি ‘পবিত্র পুকুর’ জোর করে ভরাটের অভিযোগ উঠছে পাঁচলায় তৃণমূল কংগ্রেসের নিয়ন্ত্রণাধীন পঞ্চায়েতের উপপ্রধান শেখ খলিল আহমেদের বিরুদ্ধে । তার প্রতিবাদে সোমবার গ্রামের মহিলারা লাঠি হাতে তুমুল বিক্ষোভ দেখান । বিশ্ব হিন্দু পরিষদের(ভি এইচ পি) দক্ষিণ বঙ্গের ইনচার্জ সৌরিশ মুখার্জী সোমবারে এক্স হ্যান্ডেল একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, ‘আজ স্থানীয় মহিলারা হাওড়ার পাঁচলায় টিএমসি পঞ্চায়েত সদস্য এসকে খলিলের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। তাদের অভিযোগ যে এই টিএমসি নেতা অবৈধভাবে একটি পবিত্র পুকুর ভরাট করে দিচ্ছে । যে পুকুরটি থেকে এলাকার বাসিন্দারা পুজোর জল সংগ্রহ করে । প্রতিবাদ করায় এসকে খলিলের গুণ্ডারা গ্রামবাসীদের ওপর নির্মম নির্যাতন চালায়।’ বাংলা নিউজ চ্যানেল এবিপি আনন্দের একটি প্রতিবেদনে বলা হয়েছে যে পাঁচলার মহিলারা যখন খলিল আহমেদের বেআইনি কার্যকলাপ নিয়ে প্রশ্ন তোলে, তখন তার গুণ্ডা বাহিনী তাদের উপর হামলা চালায় । গত ১৮ ফেব্রুয়ারী খলিলের গুণ্ডা বাহনীর এই হামলার পর স্থানীয় থানায় একটি অভিযোগও দায়ের করা হয়েছে ।
আন্দোলনকারী মহিলারা অভিযোগ করছেন, পুকুরটি ৩৬০ বিঘা আয়তনের । গ্রামের মধ্যে সবচেয়ে বড় পুকুরটি । স্নান,প্রতিমা বিসর্জন ও কৃষি কাজের সেচের জন্য এই জলাশয় ব্যবহার করা হয় । কিন্তু না কিনেই বালি দিয়ে পুকুরটি ভরাট করা হচ্ছে ।’ তারা জানিয়েছেন, বালি দিয়ে পুকুর ভরাট করে সেতু করার পরিকল্পনা রয়েছে। বিক্ষোভকারী মহিলারা স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা শেখ খলিল আহমেদের বিরুদ্ধে কৃষকদের জমি জোরপূর্বক দখল করার অভিযোগও করেছেন। তিনি বলেছেন, আহমেদ খুব কম দামে এসব জমি কিনছেন।
সংবাদ প্রতিবেদনে জানা গেছে,পুকুর ভরা ঢুকতে গ্রামবাসীরা প্রশাসনের দ্বারস্থ হয়েছিল । কিন্তু কোন সুরাহা হচ্ছে না দেখে পাঁচালের মহিলারা সোমবার (১৯ ফেব্রুয়ারী ২০২৪) ঝাড়ু ও লাঠি হাতে নিয়ে রাস্তায় নেমে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করে । তারা পুকুরে যাতায়াতে রাস্তা অবরুদ্ধ করে বাড়ি ভরাট রুখে দেয় । এই ঘটনায় উত্তেজনার সৃষ্টি হলে বিশাল পুলিশ বাহিনী গিয়ে বিক্ষোভকারীদের আটকে দেয় । এমনকি এলাকায় র্যাপিড অ্যাকশন ফোর্স পর্যন্ত মোতায়েন করা হয় বলে জানা গেছে ।।