এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৪ ফেব্রুয়ারী : কলকাতার ট্যাংরায় ক্রিস্টোফার রোডে পড়া বহুতলের প্রোমোটারকে গ্রেফতার করল পুলিশ । ঘটনার পর থেকে বেপাত্তা ছিলেন অভিযুক্ত প্রোমোটার রজত লি । অবশেষে ১২ দিন পর তাকে ধরে পুলিশ । পুলিশ সূত্রে খবর, আজ মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ তিলজলার নুরানি মসজিদের কাছ থেকে ওই প্রোমোটারকে গ্রেফতার করা হয়েছে । আজই তাঁকে আদালতে হাজির করানো হয় ।
প্রসঙ্গত,গত ২২ জানুয়ারি কলকাতা পুরসভার ৫৮ নম্বর ওয়ার্ডে ট্যাংরা এলাকার ক্রিস্টোফার রোডের একটি নির্মীয়মাণ বহুতল পাশের বহুতলের দিকে হেলে পড়ে। গত বছরই বহুতলটির নির্মাণকাজ শুরু করেছিল রজত লি । অল্প দিনেই পাঁচতলার এই বহুতল আবাসনটি প্রায় তৈরি হয়ে যায়। কিন্তু নির্মাণকাজ চলাকালীনই তা হেলে পড়ায় আতঙ্ক ছড়ায় আবাসিকদের মধ্যে । পাশাপাশি নির্মানে অনিয়ম নিয়ে ওঠে বিস্তর অভিযোগ ।
বিষয়টি তোলপাড় পড়ে যায় রাজ্য রাজনীতিতে । রাজ্য বিজেপি তৃণমূল কংগ্রেস শাসিত কলকাতা পুরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে । অবশেষে নড়েচড়ে বসে পুরসভা। ওই বহুতল ভাঙার নির্দেশ দেওয়া হয়। কিন্তু গত সপ্তাহে ওই বহুতল ভাঙতে গিয়ে বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়েন পুরকর্মীরা। মূলত ওই আবাসনের বাসিন্দা মহিলারাই বিক্ষোভ দেখান। তাঁদের প্রশ্ন ছিল,’আমাদের বাড়ি ভেঙে দিলে আমরা কোথায় যাব ?’ তারা সাফ জানিয়ে দেন,’আমাদের কোথাও যাওয়ার জায়গা নেই, তাই প্রাণ থাকতে আমরা এই বাড়ি ছেড়ে যাব না।’ এই নিয়ে পুরসভার প্রতিনিধি ও মহিলাদের মধ্যে দীর্ঘক্ষণ কথা কাটাকাটি চলে। যদিও পরে তাদের বুঝিয়ে সুঝিয়ে ভাঙার কাজ শুরু করে পুরসভা।।