এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,১৫ মে : কর্ণাটক নির্বাচনের আগে মুসলিম ভোট টানতে বজরং দলের উপর নিষেধাজ্ঞা জারি করার কথা ইস্তেহারে উল্লেখ করেছিল কংগ্রেস । কংগ্রেসের ইস্তেহারে বজরং দলের সঙ্গে কেরালা ভিত্তিক নিষিদ্ধ ইসলামিক সংগঠনের তুলনা করে বলা হয়েছে কর্ণাটকে কংগ্রেস ক্ষমতায় এলে বজরং দলকে রাজ্যে নিষিদ্ধ ঘোষণা করা হবে । বজরং দল হিন্দুস্তান নামে একটি সংগঠনের সভাপতি হিতেশ ভরদ্বাজ এনিয়ে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করেছিলেন । ওই মামলায় সোমবার পাঞ্জাবের সাংগরুর জেলা আদালত কংগ্রেস সভাপতির বিরুদ্ধে সমন জারি করেছে ।
আবেদনকারী অভিযোগে বলেছেন,সম্প্রতি শেষ হওয়া কর্ণাটক বিধানসভা নির্বাচনের সময় কংগ্রেস তাদের ইস্তেহারে বজরং দলকে “সিমি” এবং “আল কায়দা”-এর মতো কুখ্যাত সন্ত্রাসবাদী দলের সঙ্গে তুলনা করেছিল । কংগ্রেস তার ইশতেহারে প্রতিশ্রুতি দিয়েছিল যে সংখ্যাগরিষ্ঠ বা সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে ঘৃণা বা শত্রুতা প্রচার করে এমন সংগঠনগুলিকে নিষিদ্ধ করবে। কংগ্রেস পার্টি বলেছিল যে জাতি বা ধর্মের ভিত্তিতে সম্প্রদায়ের মধ্যে ঘৃণা ছড়ায় এমন ব্যক্তি বা সংস্থাগুলির বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ নিতে প্রতিশ্রুতিবদ্ধ । কর্ণাটকের মল্লেশ্বরম কেন্দ্রে বিজয়ী বিজেপি বিধায়ক বিদায়ী মন্ত্রী সিএন অশ্বথানারায়ণ ফলাফল ঘোষণার দিনে কংগ্রেসকে চ্যালেঞ্জ করেছিলেন, ‘তারা বজরং দলকে নিষিদ্ধ করার কথা বলতে সাহস পায় কিভাবে.. তারা চেষ্টা করুক, আমরা তাদের দেখাবো আমরা কি করতে পারি ।’।