শেখ মিলন,ভাতাড়,০৫ ডিসেম্বর ঃ রাজ্যে ২০২১-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে প্রত্যেক রাজনৈতিক দল ইতিমধ্যে ময়দানে নেমে পড়েছে । দলীয় সংগঠনকে চাঙ্গা করতে প্রায় দিনই ব্লকে ব্লকে সাংগঠনিক বৈঠক করছে শাসকদল তৃনমুল কংগ্রেস । পিছিয়ে নেই বিজেপিও । তাদের সাংগঠনিক বৈঠক তো রয়েছেই,তার পাশাপাশি ‘আর নয় অন্যায়’ এই শ্লোগানকে সামনে রেখে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছে তারা । এই কর্মসুচীকে সামনে রেখে শনিবার থেকে প্রতিটি ব্লকে বিজেপির পক্ষ থেকে মিছিল ও পথ সভার আয়োজন করা হচ্ছে । পাশাপাশি চলছে গৃহসম্পর্ক অভিযান । নতুন এই প্রতিবাদ কর্মিসুচীকে সামনে রেখে এদিন রাস্তায় নামে ভাতাড়ের বিজেপি নেতা ও কর্মী-সমর্থকরা ।
দেখুন ভিডিও :
ভাতাড় ব্লকে বিজেপির ৩৩ ও ৩৪ নম্বর জেডপির উদ্যোগে এদিন বিকেলে ভাতার বাজারে মিছিল করা হয় । মিছিলে অংশ নেন ভাতাড় বিধানসভার বিজেপির ৩৪ জেডপি মন্ডলের সভাপতি সুচিস্মিতা হাটি ,৩৩ নম্বর জেডপি মন্ডল সভাপতি রাজ কুমার হাজরা,ভাতাড় বিধানসভার কনভেনার মহেন্দ্রনাথ কোঁয়ার, প্রদীপ মণ্ডল, মিঠুন রায় প্রমুখ বিজেপি নেতারা ।
ভাতাড় বাজারে দলীয় কার্যালয় থেকে মিছিল শুরু হয় । গোটা বাজার পরিক্রমা করার পর ভাতারের নাসিগ্রাম মোড়ে এসে শেষ হয় এই মিছিল । নাসিগ্রাম মোড়ে আসার পর বিজেপির কর্মীরা বেশ কিছুক্ষনের জন্য বর্ধমান-কাটোয়া রাজ্য সড়ক পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় । শেষে নাসিগ্রাম মোড়ে একটি পথ সভার আয়োজন করা হয় । এদিনের এই কর্মসুচীতে শতাধিক বিজেপি কর্মী ও সমর্থককে অংশগ্রহন করতে দেখা যায়৷।