প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,০৯ ফেব্রুয়ারি : লটারি টিকিট বিক্রি সেরে বাড়ি ফেরার সময়ে দুস্কৃতিদের গুলিতে খুন হলেন এক তৃণমূল সমর্থক। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মাধবডিহি থানার ছোট বৈনানের ছাতা দীঘিরকোন এলাকায় । মৃতর নাম হামিদ আলি খাঁন (৪৬)।তার বাড়ি মাধবডিহির আরুই পঞ্চায়েতের আরিকপুর গ্রামে । এই ঘটনা জানাজানি হতেই মাধবডিহি থানা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।দুস্কৃতিদের সন্ধানে রাতেই মাধবডিহি সহ আসপাশের সব থানা এলাকার বিভিন্ন সড়কপথে শুরু হয় পুলিশি তৎপরতা। যদিও মধ্যরাত পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী দুস্কৃতিদের কেউ ধরা পড়েনি ।দলের একনিষ্ঠ একজন সমর্থকের এমন মৃত্যু মেনে নিতে না পেরে ক্ষোভে ফুঁষছেন রায়না ২ ব্লক তৃণমূলের নেতা ও কর্মীরা ।
রায়না ২ ব্লক তৃণমূলের সহ সভাপতি শেখ কলিমুদ্দিন ওরফে বাপ্পা জানিয়েছেন,মাধবডিহির ছোট বৈনান বাজারে রয়েছে হামিদ আলি খাঁনের লটারি টিকিটের দোকান । তিনি তৃণমূল কংগ্রেস দলের একনিষ্ঠ সমর্থক ছিলেন । অন্যান দিনের মতো এদিনও রাত ১০ টার পর তিনি লটারি টিকিট বিক্রি সেরে দোকান বন্ধকরে বাইকে চেপে নিজের বাড়িতে ফিরছিলেন। ব্যবসার টাকার ব্যাগটিও তার সঙ্গে ছিল ।পথে মাধবডিহির ছোট দীঘিরকোন এলাকায় বাইকে চেপে আসা তিন জনের দুস্কৃতি দল হামিদের পথ আটকে তার সঙ্গে থাকা ব্যাগটি ছিনিয়ে নিতে যায় ।হামিদ বাধা দিলে দুস্কৃতিরা তার কোমরে গুলি চালায় । রক্তাত অবস্থায় হামিদ পথে লুটিয়ে পড়েন । তখন দুস্কৃতিরা হামিদের কাছে থাকা ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত এলাকা ছেড়ে চম্পট দেয় । স্থানীয়দের মাধ্যমে এই খবর পেয়ে মাধবডিহি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছায় ।রক্তাত অবস্থায় হামিদকে উদ্ধার করে পুলিশ বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।সেখানে কর্তব্যরত চিকিৎসক হামিদ আলি খাঁন কে মৃত বলে ঘোষনা করেন বলে সেখ কলিমুদ্দিন জানিয়েছেন“।লটারি ব্যবসায়ীর পরিচিত এক ব্যক্তি জানিয়েছেন,এদিন লটারিতে ২ লক্ষ টাকা পায় হামিদ ।সেই টাকা হামিদের কাছে কথা ব্যাগে আছে তা কোন ভাবে জেনে গিয়েই সশস্ত্র দুস্কৃতিরা হামিদের উপর চড়াও হয়েছিল ।আরিকপুর গ্রামের বাসিন্দারা জানিয়েছেন,কিছুদিন আগে দুর্ঘটনার হামিদের একমাত্র পুত্র মারা যায় ।আর দিন হামিদের মর্মান্তিক মৃত্যু হল । পরিবার কর্তার এমন মর্মান্তিক মৃত্যুতে শোকে বিহ্বল হয়ে পড়েছেন তাঁর স্ত্রী ও কন্যারা ।
মাধবডিহি থানার পুলিশ জানিয়েছে ,’ঘটনার তদন্ত শুরু হয়েছে । দুস্কৃতিদের খৌঁজ চলছে’ ।
ঘটনা বিষয়ে জেলা পুলিশ সুপার কামনাশীষ সেন বলেন, ’এই খুনের ঘটনার সঙ্গে রাজনীতির কোন যোগ নেই। টাকা ছিনতাই করতে গিয়েই দুস্কৃতিরা হামিদ আলি খানকে গুলি করে। তদন্ত শুরু হয়েছে। খুব তাড়াতাড়ি অপরাধীরা ধরা পড়বে বলে জানান পুলিশ সুপার ।।