এইদিন ওয়েবডেস্ক,মালদ্বীপ,২৯ জানুয়ারী : মালদ্বীপের পার্লামেন্টে চীনপন্থী ও ভারতপন্থী সাংসদদের তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে । স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, রবিবার (২৮ জানুয়ারি ২০২৪) নতুন সদস্যদের অনুমোদন দিতে সংসদে বিশেষ অধিবেশন ডেকেছিলেন প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু । ক্ষমতাসীন দলের সাংসদরা বিরোধী দলের সাংসদদের চেম্বারে প্রবেশে বাধা দেয়। পরে তারা কোনোভাবে সেখানে প্রবেশ করে । কিন্তু নতুন চার মন্ত্রীকে মন্ত্রিসভায় যোগদানের বিলে অসম্মতি জানায় বিরোধী দলের সাংসদরা । আর তা নিয়ে বিবাদে জড়ায় দু’পক্ষ । বিরোধী সাংসদরা সংসসের ভিতরে ভেঁপু বাজাতে শুরু করে । পাশাপাশি শুরু হয় তুমুল বাকবিতণ্ডা । তারই মাঝে দু’দলের সাংসদরা তুমুল সংঘর্ষে জড়িয়ে পড়ে । একে অপরের চুল ধরে টানাটানি থেকে শুরু করে একে অপরকে ব্যাপক কিল-চড়-ঘুষি মারতে শুরু করে ।
মালদ্বীপের পার্লামেন্টে ঘটে যাওয়া এই সংঘর্ষের ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে । একটি ভিডিওতে দেখা গেছে স্যুট-টাই পরা একদল সাংসদ একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ছেন। তারা একে অপরকে সমানে ঘুষি, লাথি ও ধাক্কা দিচ্ছেন। মারামারিতে লিপ্ত থাকা প্রধান দুই ব্যক্তি হলেন ক্ষমতাসীন পিএনসি সাংসদ আবদুল্লাহ শাহীম আবদুল হাকিম এবং মালদ্বীপের ডেমোক্রেটিক পার্টি (এমডিপি) সাংসদ ইসা ।
অন্য একটি ভিডিওতে দেখা গেছে, সরকারি দলের এক সাংসদ স্পিকারের কানের কাছে গিয়ে ভেঁপু বাজাচ্ছেন । সেই তীক্ষ্ণ শব্দ থেকে বাঁচতে স্পিকার নিজের কান হাত দিয়ে চেপে ধরেন । এছাড়া আরও কয়েকজন সদস্য হাউজ পরিচালনায় বাধা দেন এবং অধিবেশনের কার্যক্রম ব্যাহত করেন।
এদিকে এ ঘটনার পর প্রেসিডেন্ট মুইজ্জুর জোট এক বিবৃতি জানায়, বিরোধী দলের এমপিরা মন্ত্রিসভার সংযোজন বিলে সম্মতি না দিয়ে সাধারণ মানুষের ইচ্ছা বাধাগ্রস্ত করেছেন। তারা স্পিকারের পদত্যাগও দাবি করেন ।।