এইদিন ওয়েবডেস্ক,সুরাট,২৫ মার্চ : ৯ বছরের দুই শিশুকে অশ্লীল ভিডিও দেখিয়ে অপ্রাকৃত যৌনতার অভিযোগ উঠেছে এক গৃহশিক্ষকের বিরুদ্ধে । শিক্ষকের অত্যাচারে অতিষ্ট হয়ে বিষয়টি পরিবারের লোকজনদের জানিয়ে দেয় দুই শিশু । এরপর শিশুদের পরিবার এনিয়ে থানায় অভিযোগ দায়ের করলে গুনধর গৃহশিক্ষককে গ্রেফতার করে পুলিশ । ঘটনাটি ঘটেছে গুজরাটের সুরাটে । গুজরাটি মিডিয়া ভিটিভি গুজরাটিতে প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে,ধৃত শিক্ষকের নাম মোহাম্মদ মুদ্দব্বির বসিরুদ্দিন শেখ (Mohammad Muddabbir Basiruddin Sheikh) । ধৃতের বিরুদ্ধে পকসোসহ আইপিসির একাধিক ধারায় মামলা রজু করেছে পুলিশ ।
প্রতিবেদন অনুযায়ী,ওই দুই শিশু বসিরুদ্দিন শেখের বাড়িতে টিউশন পড়তে যেত । বিগত ৬ মাস ধরে শিশুদ্রর সঙ্গে সে অপ্রাকৃত যৌনতা চালিয়ে যাচ্ছিল । ওই শিক্ষক দুই শিশুকে অশ্লীল ভিডিও দেখিয়ে অপ্রাকৃত যৌনতায় বাধ্য করতে বলে অভিযোগ । কোনো শিশু ভিডিও দেখতে অস্বীকৃতি জানালে শিক্ষক তাকে মারধরও করত । এদিকে শিক্ষকের লাগাতার নির্যাতন সহ্য করতে না পেরে দুই শিশু বাড়িতে ঘটনার কথা জানিয়ে দেয় । এরপর
পরিবার শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে । অভিযোগের ভিত্তিতে পুলিশ শিক্ষককে গ্রেপ্তার করে । ওই শিক্ষকের এই প্রকার বিকৃত কামের ঘটনার কথা শুনে স্তম্ভিত এলাকার বাসিন্দারা । তারা অভিযুক্ত শিক্ষকের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন ।।