এইদিন ওয়েবডেস্ক,রাজস্থান,০৯ সেপ্টেম্বর : রাজস্থানের কোটার একটি স্কুলের হোয়াটসঅ্যাপ গ্রুপে গণেশ চতুর্থীর অভিনন্দন বার্তা ২ বার মুছে দিয়েছিলেন অধ্যক্ষ শফি মোহাম্মদ আনসারি । এতে ক্ষিপ্ত হয়ে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও পরিবারের সদস্যরা তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করে । শেষ পর্যন্ত ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার অভিযোগে অধ্যক্ষকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে,ঘটনাটি ঘটেছে ৭ সেপ্টেম্বর শনিবার। কোটা জেলার লাতুরি গ্রামে অবস্থিত একটি সরকারি স্কুলে ছাত্র ও স্কুল শিক্ষকদের একটি দল গঠিত হয়েছে। সেই দল থেকে দুবার গণেশ চতুর্থীর বার্তা পাঠানো হয়েছিল । কিন্তু দু’বারই অধ্যক্ষ শফি মোহাম্মদ আনসারি বার্তাগুলি মুছে দিয়েছেন বলে অভিযোগ। এতে ক্ষুব্ধ জনতা বিদ্যালয়ের অধ্যক্ষের অপসারণের দাবি জানায় । বিক্ষোভ বাড়তে দেখে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ধর্মীয় সম্প্রীতির কথা মাথায় রেখে পুলিশ প্রথমে বিক্ষোভকারীদের বোঝানোর চেষ্টা করে । কিন্তু তাতেও ক্ষোভ প্রশমিত হয়নি । বিরোধ বাড়তে থাকায় অধ্যক্ষের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করা হয় এবং অধ্যক্ষকে গ্রেপ্তার করা হয়। পড়ুয়া এবং অবিভাবকরা অধ্যক্ষকে অপসারণের জন্য স্মারকলিপিও দিয়েছেন।
বাপাওয়ার থানার এসএইচও উত্তম সিং জানিয়েছেন, সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সোশ্যাল মিডিয়ায় একটি গ্রুপ তৈরি করা হয়েছে। শনিবার ভারত নগর নামে এক ব্যক্তি এই হোয়াটসঅ্যাপ গ্রুপে গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানিয়ে গ্রামে একটি বার্তা পাঠিয়েছিলেন। যা মুছে দেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফি মোহাম্মদ আনসারি। তিনি আরও জানান, প্রায় ২ ঘণ্টা পর একজন স্কুল শিক্ষক সেটি ফের পোস্ট করেন। সেটিও মুছে দিয়েছেন অধ্যক্ষ। পুলিশ অধ্যক্ষের বিরুদ্ধে বিএনএস (সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টকারী) এর ১৯৬ ধারায় মামলা দায়ের করেছে এবং তাকে গ্রেপ্তার করেছে।।