এইদিন ওয়েবডেস্ক,আহমেদাবাদ,৩০ ডিসেম্বর : যথাযোগ্য মর্যাদায় শুক্রবার সকালে গুজরাটের গান্ধীনগরে ৩০ নম্বর সেক্টরের রুদ্রভূমিতে বিলীন হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেনের নশ্বর দেহ । তার আগে ভাই প্রহ্লাদ মোদীর বাড়ি থেকে মা হীরাবেনের মরদেহ কাঁধে নিয়ে হেঁটে যান প্রধানমন্ত্রী । তিনি মায়ের চিতায় আগুন দেন ৷ বয়স জনিত সমস্যায় ভুগছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা । বুধবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।। কিন্তু এদিন ভোর ৩.৩৯ নাগাদ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । শতায়ুষী হীরাবেন পাঁচ ছেলে ও এক মেয়ে রেখে গেছেন । প্রধানমন্ত্রীর মায়ের মৃত্যুতে গোটা দেশ শোকে মুহ্যমান । বিশিষ্ট ব্যক্তিরা প্রধানমন্ত্রীকে সমবেদনা জানাচ্ছেন, সাহস দিচ্ছেন ।
মায়ের মৃত্যুর পর এদিন সকাল ৬.০২ নাগাদ একটি টুইট করে প্রধানমন্ত্রী লিখেছেন,’একটি গৌরবময় শতাব্দী ঈশ্বরের পায়ে আশ্রয় নিলেন… মা-তে আমি সর্বদা সেই ত্রিত্ব অনুভব করেছি, যার মধ্যে রয়েছে একজন তপস্বীর যাত্রা, নিঃস্বার্থ কর্মযোগীর প্রতীক এবং মূল্যবোধের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ জীবন ।’ অন্য একটি টুইটে তিনি লিখেছেন,’তাঁর শততম জন্মদিনে তাঁর সঙ্গে দেখা হলে তিনি একটি কথা বলেছিলেন, সর্বদা মনে থাকে যে, বুদ্ধিমত্তা নিয়ে কাজ কর, পবিত্রতার সঙ্গে জীবনযাপন কর ।’।