এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,১২ ফেব্রুয়ারী : আর মাত্র মাস তিনেকের অপেক্ষা,এরপর দেশে হতে চলেছে লোকসভা নির্বাচন । এখন রাজনীতিতে বিতর্ক চলছে যে এবারের নির্বাচনে উত্তরপ্রদেশের বারাণসীর আসন বদলাতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । কিন্তু কোথা থেকে লড়বেন তিনি ? যদিও বিষয়টি দলীয়ভাবে এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি । তবে শোনা যাচ্ছে যে এবারে রাজস্থানের জয়পুর সিটি সংসদীয় আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন প্রধানমন্ত্রী । এই আসনে বিজেপির রামচরণ বোহরা ২০১৪ সাল থেকে সাংসদ। এর আগে, বিজেপির গিরিধারী লাল ভার্গব ১৯৮৯ থেকে ২০০৪ পর্যন্ত টানা জয় হাসিল করেছিলেন । তবে ১৯৫২ এবং ২০০৯ সালে জয়পুরের আসন ছিল কংগ্রেসের দখলে ।
রাজস্থানে বর্তমানে ক্ষমতায় রয়েছেন বিজেপির ভজনলাল শর্মা। রাজস্থান বিধানসভা নির্বাচনে ২০২৩ সালে ১১৫ টি আসনে জয়ী হওয়ার পরে, প্রধানমন্ত্রী মোদীর ঘনিষ্ঠ ভজন লাল শর্মাকে সিএম এবং দিয়া কুমারী এবং প্রেমচাঁদ বৈরওয়ানকে ডেপুটি সিএম করা হয়েছিল। মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা এবং দুই ডেপুটিকে শপথ দিতে জয়পুরে এসেছিলেন প্রধানমন্ত্রী । পরে গত ২৫ জানুয়ারী ফরাসি রাষ্ট্রপতি ম্যাক্রোঁর সাথে আসেন এখানে । ভজনলাল শর্মার সরকার গঠনের পর জয়পুরে প্রধানমন্ত্রী মোদির ক্রমবর্ধমান তৎপরতাও জয়পুর থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনার সাথে যুক্ত করা হচ্ছে।
রাজস্থানে বিজেপির ২৫ টি আসন রয়েছে । ২০১৪ এবং ২০১৯ সালের নির্বাচনে বিজেপি সমস্ত আসন জিতেছিল। এর আগে ২০০৯ সালের লোকসভা নির্বাচনে, কংগ্রেস এখানে ২৫ টি আসনের মধ্যে ২০ টি জিতেছিল। তখন বিজেপির কাছে ছিল ৪টি এবং নির্দলদের ছিল ১টি আসন । ২০০৯ সালের পর থেকে রাজস্থানে বিজেপির আসন উর্ধমুখি । মূলত ২০২৪ সালে, হ্যাটট্রিক করার লক্ষ্যে বিজেপি রাজস্থানে প্রতিদ্বন্দ্বিতা করবে। কিন্তু উত্তরপ্রদেশের বারাণসীর মত নিশ্চিত আসন ছেড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন জয়পুরে যাচ্ছেন তা স্পষ্ট নয় ।।