এইদিন ওয়েবডেস্ক,ওড়িশা,০৩ জুন : শনিবার ওড়িশার বালাসোরে ঘটে যাওয়া ভয়াবহ রেল দূর্ঘটনাস্থল পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । প্রধানমন্ত্রী এদিন বিকেলে একটি বায়ুসেনার হেলিকপ্টারে বালাসোরে পৌঁছেন এবং সেখান থেকে বাহানাগা বাজার স্টেশনে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন । প্রধানমন্ত্রী মোদির সঙ্গে ছিলেন রেলমন্ত্রী অশ্বিন বৈষ্ণব, কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রধানমন্ত্রী মোদি ঘটনাস্থলে কর্মকর্তা ও প্রতিরক্ষা কর্মীদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন । পরে প্রধানমন্ত্রী মোদী বালাসোর জেলা হাসপাতালে যান এবং আহতদের স্বাস্থ্যের খোঁজ নেন। এর আগে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পরিস্থিতি ও উদ্ধার অভিযান পর্যালোচনা করেন ।
শুক্রবার সন্ধ্যায় বালাসোরের বাহানাগা বাজার এলাকায় বেঙ্গালুরু-হাওড়া এক্সপ্রেস, শালিমার-চেন্নাই করোমন্ডেল এক্সপ্রেস এবং ওডিশার বালাসোরে একটি পণ্যবাহী ট্রেনের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয় । একসাথে তিন ট্রেনের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮৮ এবং আহত ৯০০ জনেরও বেশি ।।