এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,০২ মার্চ : বৃহস্পতিবার ত্রিপুরা,নাগাল্যান্ড ও মেঘালয় বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হয়েছে । ৬০ সদস্যের ত্রিপুরা বিধানসভায় বিজেপি-আইপিএফটি জোট ৩২ টি আসন জিতেছে এবং পরপর দ্বিতীয়বারের মতো উত্তর-পূর্বের এই রাজ্যে ক্ষমতায় ফিরে এসেছে । পাশাপাশি ৬০ সদস্যের নাগাল্যান্ড বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরেছে ক্ষমতাসীন এনডিপিপি-বিজেপি জোট । এখানে ৩৩ টি আসনের জোট প্রার্থীরা জয়লাভ করেছে । বিজেপি ত্রিপুরা এবং নাগাল্যান্ডে ফের ক্ষমতায় ফেরায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উভয় রাজ্যের জনগণকে ধন্যবাদ জানিয়েছেন ।
প্রধানমন্ত্রী টুইটারে লিখেছেন,’ধন্যবাদ ত্রিপুরা! এটি অগ্রগতি এবং স্থিতিশীলতার জন্য একটি নির্বাচন ছিল । বিজেপি ত্রিপুরা রাজ্যের উন্নয়নের পথ অব্যাহত রাখবে। আমি ত্রিপুরার বিজেপি কর্মীদের জন্য গর্বিত যারা তৃণমূল স্তরে দুর্দান্তভাবে কাজ করেছে ।’ পাশাপাশি নাগাল্যান্ডের কর্মীদেরও ধন্যবাদ জানিয়ে তিনি লিখেছেন, আমি নাগাল্যান্ডের জনগণকে আবারও ধন্যবাদ জানাই এনডিপিপি এবং বিজেপি জোটকে রাজ্যের সেবা করার আদেশ দিয়ে আশীর্বাদ করার জন্য । ডাবল ইঞ্জিন সরকার রাজ্যের অগ্রগতির জন্য প্রচেষ্টা করবে । আমি আমাদের দলের কর্মীদের কঠোর পরিশ্রমের প্রশংসা করি যারা এই ফলাফল নিশ্চিত করেছেন ।’
অন্যদিকে উত্তর-পূর্বের তিন রাজ্যে ভরাডুবি হয়েছে কংগ্রেসের । তিনটি রাজ্যেই কংগ্রেসের আসন এবার সিঙ্গেল ডিজিটে নেমে এসেছে । কেবলমাত্র ৫ রাজ্যের উপনির্বাচনে ৩ টি আসনে জিতে সন্তুষ্ট থাকতে হয়েছে রাহুল গাঁধীর নেতৃত্বাধীন কংগ্রেসকে । মহারাষ্ট্রের কসবা পেঠ আসনে কংগ্রেস প্রার্থী রবীন্দ্র ধাঙ্গেকর বিজেপির হেমন্ত রাসানেকে হারিয়েছেন । বিগত ২৭ বছর ধরে এই আসন ছিল বিজেপির দখলে । তামিলনাড়ুর ইরোড ইস্ট আসনে কংগ্রেস জিতেছে । কংগ্রেস এবং ডিএমকে জোট এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল । পাশাপাশি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের দেবাশীষ বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছেন কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস । টিএমসি নেতা সুব্রত সাহার মৃত্যুর পরে এই আসনে নির্বাচন হয়েছিল । এখানে সিপিএমের সঙ্গে জোট বেঁধে লড়েছিল কংগ্রেস ।।