এইদিন ওয়েবডেস্ক,প্যারিস,১৪ জুলাই : সর্বোচ্চ ফরাসি সম্মান ‘গ্র্যান্ড ক্রস অফ দ্য লিজিয়ন অফ অনার’ (Grand Cross of the Legion of Honor) দিয়ে সম্মানিত করা হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে । ফরাসি রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রোঁ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই সম্মান দিয়ে সম্মানিত করেন । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই হলেন প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী যিনি এই সম্মান পেলেন । অনান্য রাষ্ট্রনায়কদের মধ্যে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন রাষ্ট্রপতি নেলসন ম্যান্ডেলা,ব্রিটিশ প্রিন্স অফ ওয়েলস চার্লস, জার্মানির প্রাক্তন চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল, বুট্রোস-ঘালি এবং জাতিসংঘের প্রাক্তন মহাসচিবকে গ্র্যান্ড ক্রস অফ দ্য লিজিয়ন অফ অনার দিয়েছিল ফ্রান্স ।
দু’দিনের ফ্রান্স সফরের প্রথম দিন বৃহস্পতিবার রাতে ফ্রান্সের রাজধানী প্যারিসের লা সেইন মিউজিক্যালে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী । প্রবাসী ভারতীয়রা ‘ভারত মাতা কি জয়’ এবং ‘মোদি-মোদি’ স্লোগান দিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান । প্রধানমন্ত্রী বলেন,’দেশ থেকে এত দূরে এসে ‘ভারত মাতা কি জয়’ শুনলে মনে হয় বাড়ি ফিরে এসেছি ।’ তিনি বলেন, ‘বিগত ১০-১৫ বছরে ইউরোপ বা আমেরিকার জনসংখ্যার চেয়ে বেশি মানুষকে দারিদ্র্যসীমার বাইরে নিয়ে এসেছে ভারত । আপনারা কল্পনাও করতে পারবেন না যে ওই সময়ের মধ্যে ৪১৫ মিলিয়ন অর্থাৎ প্রায় ৪২ কোটি দেশবাসীকে দারিদ্র্যসীমা থেকে বের করে আনা হয়েছে।’
প্রধানমন্ত্রী বলেন,’জি-২০ গোষ্ঠী ভারতের সম্ভাবনা দেখে মুগ্ধ। জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে সন্ত্রাসবাদ, চরমপন্থা বা অন্যান্য চ্যালেঞ্জ, ভারতের অভিজ্ঞতা এবং প্রচেষ্টা বিশ্বের কাছে সহায়ক প্রমাণিত হচ্ছে । কোনো সুযোগ হাতছাড়া না করার এবং একটি মুহূর্তও নষ্ট না করার প্রত্যয় নিয়ে ভারত এগিয়ে চলেছে ।’ ইউপিআই লেনদেন সংক্রান্ত ভারত ও ফ্রান্সের মধ্যে চুক্তির বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘ফ্রান্সে ভারতের ইউপিআই ব্যবহারের বিষয়ে একটি চুক্তি হয়েছে। শীঘ্রই এটি আইফেল টাওয়ার দিয়ে শুরু হবে। এর মানে হল যে এখন ভারতীয় পর্যটকরা মোবাইল ইউপিআই-এর মাধ্যমে আইফেল টাওয়ারে অর্থ প্রদান করতে পারবেন ।’।