এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,২৮ মে : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের উচ্চাভিলাষী প্রকল্পগুলির মধ্যে একটি হল নতুন সংসদ ভবন । রবিবার তার আনুষ্ঠানিক উদ্বোধন করে ভবনটি জাতির উদ্দেশ্যে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । প্রধানমন্ত্রী মোদী পুরোহিতদের কাছ থেকে স্বাধীনতার প্রতীক ‘সেঙ্গোল’ গ্রহণ করে তা লোকসভা স্পিকারের আসনের কাছে এটি স্থাপন করেন । বিরোধী দলগুলোর বয়কট সত্ত্বেও বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এদিন এই কর্মসূচি পালন করা হচ্ছে । নতুন সংসদ ভবনের উদ্বোধনের পর প্রধানমন্ত্রী টুইট করেছেন,’ভারতের সংসদের নতুন ভবন উদ্বোধন হওয়ার সাথে সাথে আমাদের হৃদয় ও মন গর্ব ভরে গেল । এই আইকনিক বিল্ডিংটি ক্ষমতায়নের দোলনা হয়ে উঠুক, স্বপ্নগুলিকে আলোকিত করে এবং সেগুলিকে বাস্তবে লালন করুক । এটি আমাদের মহান জাতিকে অগ্রগতির নতুন উচ্চতায় নিয়ে যাক ।’
পুরনো ভবনের পাশেই ৬৪,৫০০ বর্গমিটার জুড়ে নির্মিত হয়েছে নতুন সংসদ ভবন । লোকসভার পুরনো ভবনের চেয়ে এটি তিনগুণ বড় । পুরনো ভবনটি ১৭,০০০ বর্গমিটার জুড়ে বিস্তৃত । ২০২০ সালের ১০ ডিসেম্বর নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী । ১,২০০ কোটি টাকা ব্যয়ে মাত্র আড়াই বছরে ভবনটি নির্মিত করা হয়েছে । ভবনের তিনটি প্রধান প্রবেশপথ রয়েছে । জ্ঞান,শক্তি এবং কর্ম এই তিন নামে নামকরণ করা হয়েছে প্রবেশপথ গুলি । লোকসভায় ৮৮৮ টি আসন এবং রাজ্যসভায় ৩০০ টি আসন রয়েছে। উভয় কক্ষের একটি যৌথ অধিবেশন লোকসভাতেই অনুষ্ঠিত হবে, যা ১,২৮০ জন সদস্যের জন্য বসার জন্য যথেষ্ট বৃহৎ । সমস্ত আসনের কাছে মাল্টি মিডিয়া ডিসপ্লে ইনস্টল করা আছে । রয়েছে আধুনিক গ্যাজেট, যা কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) সাহায্যে যেকোনো ভাষাকে অনুবাদ করতে সক্ষম ।
নতুন লোকসভা ভবনটি জাতীয় পাখি ময়ূরের আদলে ডিজাইন করা হয়েছে। রাজ্যসভা জাতীয় ফুল পদ্মের আদলে তৈরি । জাতীয় প্রতীক ৬.৫ মিটার উচ্চ চারমুখী সিংহ সংসদের উপরে স্থাপন করা হয়েছে । এর ওজন ৯,৫০০ কেজি । এটি বহনকারী নীচের অংশটির ওজন ৬,৫০০ কেজি ।
এদিন সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদ ভবনে প্রবেশের পর প্রথমে মহাত্মা গান্ধীর মূর্তিতে ফুল দেন । এরপর গণপতি পূজার পর শুরু হয় যজ্ঞ । কর্ণাটকের শ্রীঙ্গেরি থেকে সীতারাম শর্মা, শ্রীরামা শর্মা, লক্ষ্মীশ তন্ত্রী প্রমুখ পুরোহিতরা পূজা পরিচালনা করেন । এছাড়া খ্রিস্টান এবং মুসলমান ধর্মগুরুদের দ্বারা সংসদের লবিতে আন্তঃধর্মীয় প্রার্থনা অনুষ্ঠিত হয় । প্রধানমন্ত্রী মোদী,প্রাক্তন উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু, লোকসভার স্পিকার ওম বিড়লা, প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়া এবং রাজ্যসভার ডেপুটি স্পিকার হরিবংশ সহ ২৫ টি দলের প্রতিনিধি,মুখ্যমন্ত্রী ও মন্ত্রী ছাড়াও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ তাতে অংশগ্রহণ করেন ।
নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান সকাল ৭ টায় নতুন ভবনের বাইরে পূজা, যজ্ঞ ও প্রার্থনার মাধ্যমে শুরু হয় ।প্রধানমন্ত্রী মোদী নতুন সংসদ ভবনের স্পিকারের চেয়ারের পাশে তামিলনাড়ু থেকে আনা রাজদণ্ড সেঙ্গোল স্থাপন করেন ।।