এইদিন ওয়েবডেস্ক,ধর্মশালা,২২ অক্টোবর : আজ রবিবার ধর্মশালায় একদিনের বিশ্বকাপের ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত জয় পেল ভারত । নিউজিল্যান্ডকে ৪ উইকেটে পরাজিত করে পয়েন্ট টেবিলের এক নম্বরে উঠে এসেছে টিম ইন্ডিয়া । টস জিতে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ২৭৩ রান করে নিউজিল্যান্ড, জবাবি ব্যাটিংয়ে ভারত ছয় উইকেট হারিয়ে লক্ষ্য পূরণ করে । ২০০৩ সালের পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের এই প্রথম বিশ্বকাপের খেলায় জয় পেল ভারত । শেষ ২০১৯ সালের ইংল্যান্ড বিশ্বকাপ সেমিফাইনালেও ভারতকে ১৮ রানে হারিয়েছিল নিউজিল্যান্ড। সেই হিসাবে ভারতের এদিনের জয় খুবই উল্লেখযোগ্য । অসাধারণ জয়ের পর ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘এক্স’ হ্যান্ডেলে লিখেছেন, ‘নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত জয়ের জন্য ভারতীয় ক্রিকেট দলকে অভিনন্দন! এটি একটি দুর্দান্ত দলীয় প্রচেষ্টা ছিল যেখানে প্রত্যেকে অবদান রেখেছিল । মাঠে নিষ্ঠা ও দক্ষতা ছিল অনুকরণীয় ।’
আজকের ম্যাচে ফের একবার বিরাট কোহলি নিজের জাত চিনিয়ে দিলেন ।কিন্তু সেঞ্চুরি করার মুহুর্তেই আউট হয়ে যান তিনি । ৯৫ রানে আউট হন কোহলি ।
ম্যাচে প্রথমে বোলিং করে ভারত। নিউজিল্যান্ড দলের ৫ বড় খেলোয়াড়কে আউট করেন ফাস্ট বোলার মোহাম্মদ শামি। শামির এই সাফল্যে ৩০০ ছুঁতে পারেনি নিউজিল্যান্ড দল। ১২৭ বলে ১৩০ রানের দূর্দান্ত ইনিংস খেলেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল । তার ইনিংসে ছিল ৯ টি চার ও ৫ টি ছক্কা । রচিম রবীন্দ্র ৬ টি ৪ ও একটি ছক্কার সহায়তায় ৮৭ বলে ৭৫ রান করেন । এই দুই ব্যাটসম্যান ছাড়া নিউজিল্যান্ডের তেমন ভাবে কেউ ক্রিজে টিকতে পারেননি । মহম্মদ শামি ১০ ওভারে ৫৪ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন । মুহাম্মদ সিরাজ ১ উইকেট, জাসপ্রিত বুমরাহ ১ উইকেট এবং কুলদীপ যাদব ১০ ওভারে ৭৩ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন ।
জবাবি ব্যাটিং করতে নেমে রোহিত শর্মা ৪৬(৪০), শুভমান গিল ২৬(৩১), বিরাট কোহলি ৯৫(১০৪),শ্রেয়াস আইয়ার ৩৩(২৯) এবং কে এল রাহুল ২৭(৩৫) রান করেন । নিউজিল্যান্ডের লকি ফার্গুসন ৮ ওভারে ৬৩ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন । একটি করে উইকেট নিয়েছেন ট্রেন্ট বোল্ট,ম্যাট হেনরি ও মিচেল স্যান্টনার ।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয়ের ফলে বিশ্বকাপে ভারতের সংগ্রহ ১০ 10 পয়েন্ট । যার অর্থ তারা ৫ টি ম্যাচ জিতেছে। তাই ভারতের টপ-৪ বা সেমিফাইনালে ওঠার সম্ভাবনা অনেক বেড়ে গেছে ।।