এইদিন ওয়েবডেস্ক,প্যারিস,১৩ জুলাই : আজ বৃহস্পতিবার ফ্রান্স সফরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । বৃহস্পতিবার ফ্রান্সের রাজধানী প্যারিসের অরলি বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রীর বিমান । তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন ফরাসি প্রধানমন্ত্রী এলিসাবেথ বোর্ন (Elisabeth Borne) । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কয়েকটি ছবি পোস্ট করে টুইট করেছেন, ‘প্যারিসে অবতরণ করলাম । এই সফরে ভারত ও ফ্রান্সের মধ্যে সহযোগিতা জোরদার করতে পেরে আমি আনন্দিত। আমার বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে সন্ধ্যার পরে ভারতীয় সম্প্রদায়ের সাথে আলাপচারিতা।’
এদিন ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় সিনেটে পৌঁছাবেন প্রধানমন্ত্রী এবং সিনেটের প্রেসিডেন্ট জেরাদ লার্চারের সঙ্গে দেখা করবেন । পরে ভারতীয় সময় রাত ৮টা ৪৫ মিনিটে ফ্রান্সের প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্নের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী মোদী । রাত ১১ টা নাগাদ মর্যাদাপূর্ণ লা সেইন মিউজিক্যালে ভারতীয় সম্প্রদায়ের একটি অনুষ্ঠানে ভাষণ দেবেন তিনি । এর পরে ভারতীয় সময় রাত সাড়ে বারোটায় প্রধানমন্ত্রী মোদী ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁর দেওয়া ব্যক্তিগত নৈশভোজে এলিসি প্যালেসে পৌঁছাবেন ।।