এইদিন ওয়েবডেস্ক,তিরুবনন্তপুরম,২৭ ফেব্রুয়ারী : গগনযানের চার নভোচারীর নাম ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । চার মহাকাশচারীর নাম হল গ্রুপ ক্যাপ্টেন প্রশান্ত নায়ার(Prashant Nair), গ্রুপ ক্যাপ্টেন অঙ্গদ প্রতাপ(Angad Pratap), গ্রুপ ক্যাপ্টেন অজিত কৃষ্ণ(Ajit Krishna), উইং কমান্ডার শুভাংশু শুক্লা (Shubhanshu Shukla) । প্রধানমন্ত্রী তাদের অ্যাস্ট্রোনট উইংস পরিয়ে দেন । প্রধানমন্ত্রী বলেন, ‘এই চারজন দেশের সব ধরনের ফাইটার জেট উড়েছেন । এই চারজন সব ধরণের ফাইটার জেটের ইনস এবং আউট জানেন, তাই এই চারজনকে গগনযান মহাকাশচারী প্রশিক্ষণের জন্য নির্বাচিত করা হয়েছে। তারা রাশিয়ায় প্রশিক্ষণ নিয়েছেন । বর্তমানে বেঙ্গালুরুতে তাদের মহাকাশচারী প্রশিক্ষণ সুবিধায় প্রশিক্ষণ চলছে।’
উল্লেখ্য, গগনযান মিশনের জন্য শত শত পাইলট পরীক্ষা করেছিল ইসরো । তাদের মধ্যে বাছাই করা হয় ১২ জনকে । এই ১২ জনের এয়ারস্পেস মেডিসিন ইনস্টিটিউটে (আইএএম) কয়েক দফা বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়। এর পরে, ইসরো এবং বায়ুসেনা চারজন পরীক্ষামূলক পাইলটের নাম চূড়ান্ত করে । তাদের ২০২০ সালের শুরুর দিকে প্রাথমিক মহাকাশচারী প্রশিক্ষণের জন্য রাশিয়ায় পাঠানো হয় । কোভিড -১৯ এর কারণে তাদের প্রশিক্ষণ বিলম্বিত হয়েছিল । প্রশিক্ষণ ২০২১ সালে সম্পন্ন হয়েছিল। তারপর থেকে চারজনই ধারাবাহিকভাবে প্রশিক্ষণ নিচ্ছেন। অনেক ধরনের প্রশিক্ষণ হচ্ছে। ইসরোর হিউম্যান স্পেস ফ্লাইট সেন্টারে (HSFC) অনেক ধরনের সিমুলেটর ইনস্টল করা হচ্ছে । যার ওপর চারজনই অনুশীলন করছেন। তারা প্রশিক্ষণের পাশাপাশি ফিটনেসের দিকেও মনোযোগ দিচ্ছেন । এক্ষেত্রে যোগাভ্যাসের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী । তবে ওই চারজনই গগনযান মিশনে সামিল হবে না। তাদের মধ্য থেকে ২ বা ৩ জন পাইলট নির্বাচন করা হবে বলে জানা গেছে ।
মঙ্গলবার কেরলের তিরুবনন্তপুরমে বিক্রম সারাভাই স্পেস সেন্টার থেকে ওই চারজনের নাম ঘোষণা করার সময় প্রধানমন্ত্রী বলেন, ‘প্রতিটি দেশের ক্ষেত্রে এমন একটি সময় আসে, যা বর্তমান প্রজন্মের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মকেও অনুপ্রেরণা জোগায়। আজ ভারতের জন্য সেরকমই একটা মুহূর্ত ।’।