এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,৩০ নভেম্বর : ‘রোজগার মেলা’-এর অধীনে বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ৫১,০০০-এর অধিক নিয়োগপত্র বিতরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । প্রধানমন্ত্রী নতুন নিয়োগপ্রাপ্তদের উদ্দেশে বলেন, ‘এই নিয়োগপত্রগুলি আপনাদের কঠোর পরিশ্রম এবং প্রতিভার ফল। আপনারা জাতির উন্নয়নে যোগ দিতে যাচ্ছেন যা সরাসরি জনগণের সাথে যুক্ত ।’ প্রধানমন্ত্রী আরও বলেন,’ভারত সরকারের কর্মচারী হিসাবে, আপনাকে সকলকে বড় দায়িত্ব পালন করতে হবে। আপনি যে পদে অধিষ্ঠিত হোন না কেন, আপনি যে ক্ষেত্রেই কাজ করেন না কেন, আপনার শীর্ষ অগ্রাধিকার হওয়া উচিত দেশবাসীর জীবনযাত্রার স্বাচ্ছন্দ্য ।’
১০ লাখ সরকারি চাকরি দেওয়ার লক্ষ্যে গত বছরের ২২ অক্টোবর ‘রোজগার মেলা’ চালু করেছিলেন প্রধানমন্ত্রী ৷ সারাদেশে ৩৭ টি স্থানে রোজগার মেলা অনুষ্ঠিত হচ্ছে। নিয়োগগুলি কেন্দ্রীয় সরকারের বিভাগগুলির পাশাপাশি রাজ্য সরকার/কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে । সারাদেশ থেকে নির্বাচিত নতুন নিয়োগপ্রাপ্তরা রাজস্ব বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, উচ্চ শিক্ষা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক,স্কুল শিক্ষা ও সাক্ষরতা বিভাগ, আর্থিক পরিষেবা বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয় সহ বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগে সরকারে যোগদান করবে ।
কর্মসংস্থান সৃষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদানে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এই রোজগার মেলা। রোজগার মেলা আরও কর্মসংস্থান সৃষ্টিতে অনুঘটক হিসেবে কাজ করবে এবং তরুণদের ক্ষমতায়ন ও জাতীয় উন্নয়নে অংশগ্রহণের জন্য অর্থবহ সুযোগ দেবে বলে আশা করা হচ্ছে । এযাবৎ বিভিন্ন দপ্তরে সরকারি চাকরি প্রদানের ধারাবাহিকতায় রোজগার মেলার আয়োজন করা হয়েছে ।
এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন,’ভারত সরকার দেশের লক্ষাধিক যুবককে চাকরি দেওয়ার প্রচারণা চালিয়ে যাচ্ছে। আজ ৫০ হাজারের বেশি যুবককে সরকারি চাকরির নিয়োগপত্র দেওয়া হয়েছে । এই নিয়োগপত্র আপনাদের পরিশ্রম ও মেধার ফসল। আমি আপনাদেরকে এবং আপনাদের পরিবারকে অনেক অভিনন্দন জানাই ।’।