এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,০৮ ফেব্রুয়ারী : বুধবার লোকসভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । আর দূর্নীতি ও আইনশৃঙ্খলা ইস্যুতে পূর্ববর্তী ইউপিএ সরকারকে কার্যত তুলোধুনো করলেন তিনি । প্রধানমন্ত্রী বলেন,’ইউপিএ শাসনামলে অনেক কেলেঙ্কারি প্রকাশ্যে এসেছিল। দেশে অনেক হামলা হয়েছিল । ২০০৮ সালের মুম্বাই হামলার কথা কেউ ভুলতে পারবে না ।’ তিনি বলেন,’ইউপিএ-র শাসনকালের ১০ বছর দেশে রক্তপাত হয়েছে। প্রতিরক্ষা কেলেঙ্কারি ও হেলিকপ্টার কেলেঙ্কারি হয়েছে বলে অভিযোগ রয়েছে ।’
কংগ্রেসসহ বিরোধী দলগুলিকে নিশানা করে নরেন্দ্র মোদী বলেন,নির্বাচনে হেরে গেলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ, মামলায় হেরে গেলে আদালতের অভিযোগ। শেষ পর্যন্ত দেশের সেবা করা সৈনিকদের বিরুদ্ধেও অভিযোগ করছেন তারা । তিনি বলেন,’মোদীর বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি করে লাভবান হতে চায় বিরোধীরা। ইউপিএ শাসনকালে বিশ্বে ভারতের কোনও মূল্য ছিল না । প্রধানমন্ত্রী মোদী অভিযোগ করেছেন যে গতকাল এক নেতা হাউসে বড় কথা বলেছেন, কিন্তু তিনি আজ হাউসে আসেননি ।।